ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মুজাহিদুল ইসলাম সেলিম

সংস্কারে বেশি সময়ক্ষেপণ করলে সরকারের জন্য উল্টো হতে পারে

  • আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সংস্কারে বেশি সময়ক্ষেপণ করলে, এটা সরকারের জন্য উল্টো হতে পারে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে।
রোববার (২৫ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একটি সংক্ষিপ্ত সংলাপে মিলিত হয়েছি। সেই বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, পরিস্থিতির দিকে ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরো পেকে উঠছে। সেখান থেকে যদি দেশকে রক্ষা করতে না পারি, তাহলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
সেলিম বলেন, এরশাদের পতনের পর আমরা যেভাবে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা আচরণবিধি তৈরি করেছিলাম, সেরকম সমস্ত রাজনৈতিক দল একটা আচরণবিধি তৈরি করে জনগণের কাছে দিতে পারে। সংস্কার অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশ গ্রহণ ছাড়া আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারব না। তিনি আরো বলেন, জনগণ অংশগ্রহণের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে যে সংস্কার দরকার, সেগুলো করে দিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণের সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাই তাহলে এটাই হবে সার্থক।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মুজাহিদুল ইসলাম সেলিম

সংস্কারে বেশি সময়ক্ষেপণ করলে সরকারের জন্য উল্টো হতে পারে

আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সংস্কারে বেশি সময়ক্ষেপণ করলে, এটা সরকারের জন্য উল্টো হতে পারে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে।
রোববার (২৫ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একটি সংক্ষিপ্ত সংলাপে মিলিত হয়েছি। সেই বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, পরিস্থিতির দিকে ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরো পেকে উঠছে। সেখান থেকে যদি দেশকে রক্ষা করতে না পারি, তাহলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
সেলিম বলেন, এরশাদের পতনের পর আমরা যেভাবে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা আচরণবিধি তৈরি করেছিলাম, সেরকম সমস্ত রাজনৈতিক দল একটা আচরণবিধি তৈরি করে জনগণের কাছে দিতে পারে। সংস্কার অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশ গ্রহণ ছাড়া আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারব না। তিনি আরো বলেন, জনগণ অংশগ্রহণের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে যে সংস্কার দরকার, সেগুলো করে দিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণের সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাই তাহলে এটাই হবে সার্থক।