ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

যুক্তরাজ্যের দোকানে গাড়ি বেচবে এআইচালিত রোবট

  • আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: খুব শিগগিরই যুক্তরাজ্যে গাড়ি বিক্রির শোরুমে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত রোবট। নিজেদের কর্মস্থলে অদ্ভুত এক নতুন সদস্য যোগ করেছে দেশটির বৈশ্বিক এক গাড়ি নির্মাতা কোম্পানি।
২৩ এপ্রিল চীনে অনুষ্ঠিত ‘শাংহাই মোটর শো’তে নিজেদের সেলস অ্যাসিস্টেন্ট রোবট ‘মর্নাইন’কে দেখিয়েছিল ‘ওমোডা’ ও ‘জাইকো’র মালিক কোম্পানি ‘চেরি’। এই রোবট ক্রেতাদের অভ্যর্থনা জানাতে, তাদের গাড়ির আশপাশে ঘুরিয়ে দেখাতে ও চা বা কফিও তৈরি করে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এআইনির্ভর রোবটটি মেশিন লার্নিং ব্যবহার করে নিজের কাজের দক্ষতা বাড়ায় অর্থাৎ এটি গ্রাহকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে শিখে ফেলে কীভাবে আরো ভালোভাবে তাদের সাহায্য করা যায়।
চেরি’র একজন মুখপাত্র বলেছেন, মালয়েশিয়ায় তাদের শোরুমে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এটিকে এবং খুব শিগগিরই এটি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাদের শোরুমে চালু হতে পারে। গাড়ি নির্মাতা কোম্পানিটি বলেছে, ‘মর্নাইন’ রোবটের আছে বুঝতে পারা, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া ও কাজ সম্পন্ন করার সক্ষমতা। এ রোবটের “সবচেয়ে উপযোগী ব্যবহার” হবে ডিলারশিপের প্রশাসনিক কাজ ও গ্রাহক পরিষেবার ক্ষেত্রে।
চেরি’র রোবোটিক্স বিশেষজ্ঞরা বলেছেন, মর্নাইন রোবটটি কথাবার্তা ও দেখা বা ভিশন তথ্য ব্যবহার করে, যা এটিকে ‘শারীরিক ইশারাসহ নানা নির্দেশ ভালোভাবে বুঝতে’ সাহায্য করে। যুক্তরাজ্যে চেরির ওমোডা ও জাইকো ব্র্যান্ডের মুখপাত্র ইয়ান ওয়ালেস বলেছেন, শোরুমে রোবটটির পরীক্ষামূলক ব্যবহার সফল হলে ভবিষ্যতে মানুষের ঘরেও ব্যবহারের জন্য মর্নাইন বাজারে আনা যেতে পারে। রোবটটি বুদ্ধিমান এক শোরুম সহকারী। সে গ্রাহকদের গাড়ি ঘুরিয়ে দেখাতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে ও চা-কফিও বানাতে পারে। তাই ব্যস্ত শোরুম পরিবেশে যদি কর্মীরা ব্যস্ত থাকেন তখন এটি ব্র্যান্ডের পক্ষ থেকে একজন সহায়ক চরিত্র হয়ে উঠতে পারে। রোবটটির শেখার ক্ষমতা আছে, তাই সে নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে ও আপনার কণ্ঠস্বর চিনে নিতে পারে। এটিকে ঘরে ব্যবহার করা হলে সে ধীরে ধীরে শিখে নিতে পারবে আপনি কী পছন্দ করেন আর কী অপছন্দ করেন। চেরি বলেছে, রোবটটি ‘অটোমোটিভ-গ্রেড হার্ডওয়্যার’ ব্যবহার করে সোজা হয়ে হাঁটতে পারে ও এতে আছে ‘কুশলী হাত’। যার মাধ্যমে এটি জিনিসপত্র ধরতে পারে। এ ছাড়া, এটি বিভিন্ন কণ্ঠস্বর চিনে আলাদা আলাদা গ্রাহককে শনাক্তও করতে পারে। শাংহাই শো’তে ‘আর্গোস’ নামে আরেকটি রোবটিক কুকুরও দেখিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। তারা বলেছে, এ এআইচালিত প্রাণীটি বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে যারা বাড়িতে আসল পোষা প্রাণী রাখতে পারেন না। এমন লোকদের সঙ্গ দেওয়ার জন্য কার্যকর হবে এটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

যুক্তরাজ্যের দোকানে গাড়ি বেচবে এআইচালিত রোবট

আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

প্রযুক্তি ডেস্ক: খুব শিগগিরই যুক্তরাজ্যে গাড়ি বিক্রির শোরুমে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত রোবট। নিজেদের কর্মস্থলে অদ্ভুত এক নতুন সদস্য যোগ করেছে দেশটির বৈশ্বিক এক গাড়ি নির্মাতা কোম্পানি।
২৩ এপ্রিল চীনে অনুষ্ঠিত ‘শাংহাই মোটর শো’তে নিজেদের সেলস অ্যাসিস্টেন্ট রোবট ‘মর্নাইন’কে দেখিয়েছিল ‘ওমোডা’ ও ‘জাইকো’র মালিক কোম্পানি ‘চেরি’। এই রোবট ক্রেতাদের অভ্যর্থনা জানাতে, তাদের গাড়ির আশপাশে ঘুরিয়ে দেখাতে ও চা বা কফিও তৈরি করে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এআইনির্ভর রোবটটি মেশিন লার্নিং ব্যবহার করে নিজের কাজের দক্ষতা বাড়ায় অর্থাৎ এটি গ্রাহকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে শিখে ফেলে কীভাবে আরো ভালোভাবে তাদের সাহায্য করা যায়।
চেরি’র একজন মুখপাত্র বলেছেন, মালয়েশিয়ায় তাদের শোরুমে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এটিকে এবং খুব শিগগিরই এটি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাদের শোরুমে চালু হতে পারে। গাড়ি নির্মাতা কোম্পানিটি বলেছে, ‘মর্নাইন’ রোবটের আছে বুঝতে পারা, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া ও কাজ সম্পন্ন করার সক্ষমতা। এ রোবটের “সবচেয়ে উপযোগী ব্যবহার” হবে ডিলারশিপের প্রশাসনিক কাজ ও গ্রাহক পরিষেবার ক্ষেত্রে।
চেরি’র রোবোটিক্স বিশেষজ্ঞরা বলেছেন, মর্নাইন রোবটটি কথাবার্তা ও দেখা বা ভিশন তথ্য ব্যবহার করে, যা এটিকে ‘শারীরিক ইশারাসহ নানা নির্দেশ ভালোভাবে বুঝতে’ সাহায্য করে। যুক্তরাজ্যে চেরির ওমোডা ও জাইকো ব্র্যান্ডের মুখপাত্র ইয়ান ওয়ালেস বলেছেন, শোরুমে রোবটটির পরীক্ষামূলক ব্যবহার সফল হলে ভবিষ্যতে মানুষের ঘরেও ব্যবহারের জন্য মর্নাইন বাজারে আনা যেতে পারে। রোবটটি বুদ্ধিমান এক শোরুম সহকারী। সে গ্রাহকদের গাড়ি ঘুরিয়ে দেখাতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে ও চা-কফিও বানাতে পারে। তাই ব্যস্ত শোরুম পরিবেশে যদি কর্মীরা ব্যস্ত থাকেন তখন এটি ব্র্যান্ডের পক্ষ থেকে একজন সহায়ক চরিত্র হয়ে উঠতে পারে। রোবটটির শেখার ক্ষমতা আছে, তাই সে নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে ও আপনার কণ্ঠস্বর চিনে নিতে পারে। এটিকে ঘরে ব্যবহার করা হলে সে ধীরে ধীরে শিখে নিতে পারবে আপনি কী পছন্দ করেন আর কী অপছন্দ করেন। চেরি বলেছে, রোবটটি ‘অটোমোটিভ-গ্রেড হার্ডওয়্যার’ ব্যবহার করে সোজা হয়ে হাঁটতে পারে ও এতে আছে ‘কুশলী হাত’। যার মাধ্যমে এটি জিনিসপত্র ধরতে পারে। এ ছাড়া, এটি বিভিন্ন কণ্ঠস্বর চিনে আলাদা আলাদা গ্রাহককে শনাক্তও করতে পারে। শাংহাই শো’তে ‘আর্গোস’ নামে আরেকটি রোবটিক কুকুরও দেখিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। তারা বলেছে, এ এআইচালিত প্রাণীটি বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে যারা বাড়িতে আসল পোষা প্রাণী রাখতে পারেন না। এমন লোকদের সঙ্গ দেওয়ার জন্য কার্যকর হবে এটি।