ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

এলজি ব্র্যান্ডের তিনটি নতুন রেফ্রিজারেটর উন্মোচন

  • আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই নিয়ে এলো বিশ্বখ্যাত কোরিয়ান টেকনোলজির কনজুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড এলজির তিনটি নতুন প্রিমিয়াম সাইড বাই সাইড রেফ্রিজারেটর। রাজধানীর গুলশান ২-এ হাউস অব বাটারফ্লাইয়ের শোরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তা উদ্বোধন করেন হাউস অব বাটারফ্লাইয়ের হেড অব প্রডাক্ট এএসএম মুনতাসির চৌধুরী এবং এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছন।

মুনতাসির চৌধুরী বলেন, আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের আধুনিক প্রযুক্তি ও ভালো মানের প্রডাক্ট দিতে। এলজির সঙ্গে নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ দেশের বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রিমিয়াম এই ফ্রিজগুলো দেখতে যেমন স্টাইলিশ, ব্যবহারেও তেমনই সুবিধাজনক। আমরা ইতোমধ্যেই এই ফ্রিজের প্রি-বুকিং ক্যাম্পেইনে কাস্টমারদের ব্যাপক সাড়া পেয়েছি। শোরুমগুলোয় শীঘ্রই রেফ্রিজারেটরগুলো পাওয়া যাবে। চলমান ঈদ ক্যাম্পেইন ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ এর আওতায় থাকছে নতুন এই লাইনআপও যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুযোগ। আশা করছি এর মাধ্যমে আমরা কাস্টমারদের প্রত্যাশা পূরণে সক্ষম হবো।

জেরাল্ড ছন বলেন, আধুনিক এবং স্মার্ট হোম সলিউশন গ্রাহকদের দোরগড়ায় পৌছে দিতে সচেষ্ট এলজি বাংলাদেশ। নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ এই প্রচেষ্টারই অংশ। হাউজ অব বাটারফ্লাইয়ের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য পৌছানোর মাধ্যমে তাদের জীবন যাত্রার মানকে আরো সহজ ও উন্নত করছে।

নতুন এই লাইনআপ উদ্ধোধনের মাধ্যমে হাউজ অব বাটারফ্লাই ও এলজি দেশের রেফ্রিজারেটর বাজারে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে আর এই ক্যাটাগরির ফ্রিজকে গ্রাহকের সাধ্যের মধ্যে নিয়ে আসাই এর মূল লক্ষ্য। এই লাইনআপে রয়েছে ইনস্টাভিউ ডোর-ইন-ডোরসহ আরো ২টি আলাদা মডেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। প্রিমিয়াম ডিজাইন ও স্মার্ট ফিচারের সংমিশ্রণ এই ইনস্টাভিউ ডোর-ইন-ডোর রেফ্রিজারেটরে রয়েছে এলজি-র অনন্য ইনস্টাভিউ প্যানেল; যার মাধ্যমে বারবারর দরজা না খুলেই দু’বার নক করে ফ্রিজের ভিতরের অংশ দেখা যায়, যা ৪১% পর্যন্ত ঠান্ডা বাতাসের অপচয় কমিয়ে খাবার দীর্ঘ সময় সতেজ রাখে।

নতুন এই সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর লাইন-আপে থাকা এলজি-এর লিনিয়ার কুলিং সিস্টেম ফল-মূল ও শাক-সবজি সাত দিন পর্যন্ত সতেজ রাখে আর ডোর কুলিং+ প্রযুক্তি সাধারণের চেয়ে ৩৫% দ্রুত প্রতিটি কোণে সমানভাবে বাতাস প্রবাহিত করে ফ্রিজকে ঠান্ডা করে। এতে বিল্ট-ইন হাইজিন ফ্রেশ প্রযুক্তি ৯৯.৯৯% পর্যন্ত ব্যাকটেরিয়া কমিয়ে সতেজতা ও স্বাদ সংরক্ষণ করে, আর ওয়াইফাই ফিচার থাকায় এলজি থিংক স্মার্ট অ্যাপের মাধ্যমে খুব সহজেই রিমোট লোকেশন থেকে ফ্রিজটি অপারেট করা যায়।

অনুষ্ঠানে বাটারফ্লাই গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং, মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট, বিপুল কুমার দাস, ডেপুটি ম্যানেজার রিটেইল ম্যানেজমেন্ট, মো. শরীফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া এলজি বাংলাদেশের প্রডাক্ট ডিরেক্টর, হান চাংহো, হোম

সলিউশনস ও জিটিএম হেড, আশিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার, কাজী ফয়সাল আল আহসান, বিজনেস ম্যানেজার, মনোয়ার হোসে সহ প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একই সাথে নতুন এই রেফ্রিজারেটর লাইনের প্রি-বুকিং ক্যাম্পেইনের প্রথম দুই কাস্টমারও আয়োজনে অংশ নেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এলজি ব্র্যান্ডের তিনটি নতুন রেফ্রিজারেটর উন্মোচন

আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই নিয়ে এলো বিশ্বখ্যাত কোরিয়ান টেকনোলজির কনজুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড এলজির তিনটি নতুন প্রিমিয়াম সাইড বাই সাইড রেফ্রিজারেটর। রাজধানীর গুলশান ২-এ হাউস অব বাটারফ্লাইয়ের শোরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তা উদ্বোধন করেন হাউস অব বাটারফ্লাইয়ের হেড অব প্রডাক্ট এএসএম মুনতাসির চৌধুরী এবং এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছন।

মুনতাসির চৌধুরী বলেন, আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের আধুনিক প্রযুক্তি ও ভালো মানের প্রডাক্ট দিতে। এলজির সঙ্গে নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ দেশের বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রিমিয়াম এই ফ্রিজগুলো দেখতে যেমন স্টাইলিশ, ব্যবহারেও তেমনই সুবিধাজনক। আমরা ইতোমধ্যেই এই ফ্রিজের প্রি-বুকিং ক্যাম্পেইনে কাস্টমারদের ব্যাপক সাড়া পেয়েছি। শোরুমগুলোয় শীঘ্রই রেফ্রিজারেটরগুলো পাওয়া যাবে। চলমান ঈদ ক্যাম্পেইন ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ এর আওতায় থাকছে নতুন এই লাইনআপও যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুযোগ। আশা করছি এর মাধ্যমে আমরা কাস্টমারদের প্রত্যাশা পূরণে সক্ষম হবো।

জেরাল্ড ছন বলেন, আধুনিক এবং স্মার্ট হোম সলিউশন গ্রাহকদের দোরগড়ায় পৌছে দিতে সচেষ্ট এলজি বাংলাদেশ। নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ এই প্রচেষ্টারই অংশ। হাউজ অব বাটারফ্লাইয়ের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য পৌছানোর মাধ্যমে তাদের জীবন যাত্রার মানকে আরো সহজ ও উন্নত করছে।

নতুন এই লাইনআপ উদ্ধোধনের মাধ্যমে হাউজ অব বাটারফ্লাই ও এলজি দেশের রেফ্রিজারেটর বাজারে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে আর এই ক্যাটাগরির ফ্রিজকে গ্রাহকের সাধ্যের মধ্যে নিয়ে আসাই এর মূল লক্ষ্য। এই লাইনআপে রয়েছে ইনস্টাভিউ ডোর-ইন-ডোরসহ আরো ২টি আলাদা মডেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। প্রিমিয়াম ডিজাইন ও স্মার্ট ফিচারের সংমিশ্রণ এই ইনস্টাভিউ ডোর-ইন-ডোর রেফ্রিজারেটরে রয়েছে এলজি-র অনন্য ইনস্টাভিউ প্যানেল; যার মাধ্যমে বারবারর দরজা না খুলেই দু’বার নক করে ফ্রিজের ভিতরের অংশ দেখা যায়, যা ৪১% পর্যন্ত ঠান্ডা বাতাসের অপচয় কমিয়ে খাবার দীর্ঘ সময় সতেজ রাখে।

নতুন এই সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর লাইন-আপে থাকা এলজি-এর লিনিয়ার কুলিং সিস্টেম ফল-মূল ও শাক-সবজি সাত দিন পর্যন্ত সতেজ রাখে আর ডোর কুলিং+ প্রযুক্তি সাধারণের চেয়ে ৩৫% দ্রুত প্রতিটি কোণে সমানভাবে বাতাস প্রবাহিত করে ফ্রিজকে ঠান্ডা করে। এতে বিল্ট-ইন হাইজিন ফ্রেশ প্রযুক্তি ৯৯.৯৯% পর্যন্ত ব্যাকটেরিয়া কমিয়ে সতেজতা ও স্বাদ সংরক্ষণ করে, আর ওয়াইফাই ফিচার থাকায় এলজি থিংক স্মার্ট অ্যাপের মাধ্যমে খুব সহজেই রিমোট লোকেশন থেকে ফ্রিজটি অপারেট করা যায়।

অনুষ্ঠানে বাটারফ্লাই গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং, মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট, বিপুল কুমার দাস, ডেপুটি ম্যানেজার রিটেইল ম্যানেজমেন্ট, মো. শরীফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া এলজি বাংলাদেশের প্রডাক্ট ডিরেক্টর, হান চাংহো, হোম

সলিউশনস ও জিটিএম হেড, আশিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার, কাজী ফয়সাল আল আহসান, বিজনেস ম্যানেজার, মনোয়ার হোসে সহ প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একই সাথে নতুন এই রেফ্রিজারেটর লাইনের প্রি-বুকিং ক্যাম্পেইনের প্রথম দুই কাস্টমারও আয়োজনে অংশ নেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ