ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে বয়স্কদের জন্য ফাইজারের বুস্টার ডোজ অনুমোদন

  • আপডেট সময় : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই অনুমোদন দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এফডিএর এই ঘোষণার অর্থ হলো, যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য অংশ মানুষ তাঁদের করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে পারবেন।
এফডিএ যে যুক্তরাষ্ট্রের ৬৫ বছরের বেশি বয়সী লোকজনসহ উল্লিখিত ব্যক্তিদের ক্ষেত্রে করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেবে, তা প্রত্যাশিতই ছিল। কারণ, নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক গঠিত স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল এই পদক্ষেপের পক্ষে সুপারিশ করেছিল। তাদের সুপারিশের পরই এফডিএর কাছ থেকে বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদনের ঘোষণা আসে।
এফডিএর ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, বিজ্ঞান ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে বুস্টার ডোজ অনুমোদনের বিষয়ে তাঁর সংস্থা সিদ্ধান্ত নিয়েছে। ১৬ বছর বা তার বেশি বছর বয়সী প্রত্যেকের জন্য ফাইজারের বুস্টার ডোজের পূর্ণ অনুমোদনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এই পরিকল্পনা নাকচ করেছে বিশেষজ্ঞ প্যানেল।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখার পর সুরক্ষা মাস্ক পরছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ছবি: রয়টার্স

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

যুক্তরাষ্ট্রে বয়স্কদের জন্য ফাইজারের বুস্টার ডোজ অনুমোদন

আপডেট সময় : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

আন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই অনুমোদন দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এফডিএর এই ঘোষণার অর্থ হলো, যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য অংশ মানুষ তাঁদের করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে পারবেন।
এফডিএ যে যুক্তরাষ্ট্রের ৬৫ বছরের বেশি বয়সী লোকজনসহ উল্লিখিত ব্যক্তিদের ক্ষেত্রে করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেবে, তা প্রত্যাশিতই ছিল। কারণ, নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক গঠিত স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল এই পদক্ষেপের পক্ষে সুপারিশ করেছিল। তাদের সুপারিশের পরই এফডিএর কাছ থেকে বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদনের ঘোষণা আসে।
এফডিএর ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, বিজ্ঞান ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে বুস্টার ডোজ অনুমোদনের বিষয়ে তাঁর সংস্থা সিদ্ধান্ত নিয়েছে। ১৬ বছর বা তার বেশি বছর বয়সী প্রত্যেকের জন্য ফাইজারের বুস্টার ডোজের পূর্ণ অনুমোদনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এই পরিকল্পনা নাকচ করেছে বিশেষজ্ঞ প্যানেল।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখার পর সুরক্ষা মাস্ক পরছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ছবি: রয়টার্স