মাহবুব-এ-খোদা : নীলাম্বরি শাড়ি পরে
শরৎ এলো হেসে,
সবুজ বাগে মন মাতালো
সোনার বাংলাদেশে।
মাঠের বুকে সাদা বকের
প্রাণ জুড়ানো ছবি,
শরৎ রানির আগমনে
পদ্য লিখে কবি।
মন কেড়ে নেয় কাশের ফুলে
বাঁকা নদীর তটে,
জুঁই-চামেলি, হাসনাহেনার
আবির্ভাব ও ঘটে।
প্রভাতকালে বাঁশবাগানে
ডাকে নানান পাখি,
পুব আকাশে রবির আলো
খোকা মেলে আঁখি।