ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ফারিয়ার কারাগারে পাঠানোয় শিল্প-সংস্কৃতি অঙ্গনে ক্ষোভ ও নিন্দা

  • আপডেট সময় : ০৯:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন; জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শরাফ আহমেদ জীবনের স্ট্যাটাস: বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি নুসরাত ফারিয়ার দুইটা অপরাধের কথা উল্লেখ করে গতকাল সোমবার ফেসবুকে লেখেন, ‘একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেয়া হচ্ছে! কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেলো! বুঝার চেষ্টা করলাম। নুসরাত ফারিয়ার অপরাধটা কি? আপাত দৃষ্টিতে অপরাধ দুইটা- ১. মুজিব সিনেমায় অভিনয় করা! ২. জুলাই-আগস্টে শেখ হাসিনার সাথে সেও হত্যা মামলার আসামি! কী ভয়ঙ্কর হাস্যকর!’

ডাক পেলে মুজিব সিনেমায় কাজ করতে যাওয়ার দুইটা কারণ জানিয়ে জীবন লেখেন, ‘নুসরাত ফারিয়া একজন শিল্পী! সে মুজিব সিনেমায় অভিনয় করেছে! আরো অনেক শিল্পীই অভিনয় করেছে! অনেক শিল্পী অডিশন দিয়েছে। বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল! তাহলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে? আমি, ভাবছি আমার কথা! নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম! আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ দুইটা- ১. আমি শিল্পী। শিল্পীর কাজ হলো যেকোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা। ২. ক্ষমতা! এইটার ব্যাখ্যা দরকার নাই!’ তিনি লেখেন, ‘এখন আসি আসল কথায়। বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকল এবং পরের সরকার এসে গ্রেফতার করল! হইতেই পারে। তাইলে শিল্পীর কি করা উচিত! দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা!’

প্রকৃত অপরাধীর বিচার চেয়ে এই অভিনেতা ও নির্মাতা লেখেন, ‘বিচার হোক প্রকৃত অপরাধীর! এমন অনেক শিল্পী আছে যারা, অনেকেই গ্রেফতার হয়েছে। আমার ধারণা, সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না! এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী! নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি! শেষমেশ, আমার ‘চক্কর’ সিনেমার একটা সংলাপ দিয়ে শেষ করি, ‘সব আলামত সত্যি হয় না। কিছু আলামত মূল কাজের ফোকাস নষ্ট কইরা দেয়।’ সবশেষে তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রিয় সরকার, আপনাদের ফোকাস নষ্ট কইরেন না প্লিজ!’

নিপুণের প্রতিবাদ: হত্যাচেষ্টার যে মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। তাকে গ্রেফতার করে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করা হচ্ছে- এমন মন্তব্য করে নুসরাত ফারিয়াকে গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে গায়েবী মামলাবাজির নাটক বলেও মনে করছেন এ পরিচালক। তিনি গতকাল সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।’

নিপুণ লিখেছেন, ‘এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।’

অভিনেত্রী বাঁধনের পোস্ট: ১৯ মে সকাল ৮টার দিকে এক পোস্টে ফারিয়াকে গ্রেফতারে করায় উদ্বেগ প্রকাশ করেছেন বাঁধন। এতে তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ তিনি লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

খায়রুল বাসারের পোস্ট: অভিনয়ের পাশাপাশি বেশ সমাজ সচেতন অভিনেতা খায়রুল বাশার। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে লেখেন তিনি। সেসব পোস্ট নেটিজেনদের অনেকেই শেয়ার করেন। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়াকে নিয়েও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। তা এরই মধ্যে ভাইরাল। তারকাদের অনেকেই শেয়ার করছেন লেখাটি।

নিজের ফেসবুকে ফারিয়ার গ্রেফতার ইস্যুতে দেওয়া ওই পোস্টে খায়রুল বাসার লিখেছেন- ‘উনি অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই ওনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই।’ এরপর লেখেন, ‘তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোন ক্রাইম না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে।’

বাসার লেখেন, ‘বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোন সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? মিডিয়া সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন।’

খায়রুল বাসারের ওই পোস্টটি ১৮ ঘণ্টায় ৬৬৭টি শেয়ার হয়েছে। তারকাদের অনেকে শেয়ার দিয়েছেন অভিনেতার ওই পোস্ট।

পরীমনির পোস্ট: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পরীমনি। নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার করলেন এক রহস্যময় পোস্ট। তার ফেসবুকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’ কেন, কী উদ্দেশে গতকাল সোমবার এই পোস্টটি করেছেন তিনি তা স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন সহ-অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের দিকেই ইঙ্গিত করেন পরীমনি।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফারিয়ার কারাগারে পাঠানোয় শিল্প-সংস্কৃতি অঙ্গনে ক্ষোভ ও নিন্দা

আপডেট সময় : ০৯:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন; জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শরাফ আহমেদ জীবনের স্ট্যাটাস: বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি নুসরাত ফারিয়ার দুইটা অপরাধের কথা উল্লেখ করে গতকাল সোমবার ফেসবুকে লেখেন, ‘একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেয়া হচ্ছে! কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেলো! বুঝার চেষ্টা করলাম। নুসরাত ফারিয়ার অপরাধটা কি? আপাত দৃষ্টিতে অপরাধ দুইটা- ১. মুজিব সিনেমায় অভিনয় করা! ২. জুলাই-আগস্টে শেখ হাসিনার সাথে সেও হত্যা মামলার আসামি! কী ভয়ঙ্কর হাস্যকর!’

ডাক পেলে মুজিব সিনেমায় কাজ করতে যাওয়ার দুইটা কারণ জানিয়ে জীবন লেখেন, ‘নুসরাত ফারিয়া একজন শিল্পী! সে মুজিব সিনেমায় অভিনয় করেছে! আরো অনেক শিল্পীই অভিনয় করেছে! অনেক শিল্পী অডিশন দিয়েছে। বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল! তাহলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে? আমি, ভাবছি আমার কথা! নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম! আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ দুইটা- ১. আমি শিল্পী। শিল্পীর কাজ হলো যেকোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা। ২. ক্ষমতা! এইটার ব্যাখ্যা দরকার নাই!’ তিনি লেখেন, ‘এখন আসি আসল কথায়। বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকল এবং পরের সরকার এসে গ্রেফতার করল! হইতেই পারে। তাইলে শিল্পীর কি করা উচিত! দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা!’

প্রকৃত অপরাধীর বিচার চেয়ে এই অভিনেতা ও নির্মাতা লেখেন, ‘বিচার হোক প্রকৃত অপরাধীর! এমন অনেক শিল্পী আছে যারা, অনেকেই গ্রেফতার হয়েছে। আমার ধারণা, সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না! এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী! নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি! শেষমেশ, আমার ‘চক্কর’ সিনেমার একটা সংলাপ দিয়ে শেষ করি, ‘সব আলামত সত্যি হয় না। কিছু আলামত মূল কাজের ফোকাস নষ্ট কইরা দেয়।’ সবশেষে তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রিয় সরকার, আপনাদের ফোকাস নষ্ট কইরেন না প্লিজ!’

নিপুণের প্রতিবাদ: হত্যাচেষ্টার যে মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। তাকে গ্রেফতার করে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করা হচ্ছে- এমন মন্তব্য করে নুসরাত ফারিয়াকে গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে গায়েবী মামলাবাজির নাটক বলেও মনে করছেন এ পরিচালক। তিনি গতকাল সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।’

নিপুণ লিখেছেন, ‘এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।’

অভিনেত্রী বাঁধনের পোস্ট: ১৯ মে সকাল ৮টার দিকে এক পোস্টে ফারিয়াকে গ্রেফতারে করায় উদ্বেগ প্রকাশ করেছেন বাঁধন। এতে তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ তিনি লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

খায়রুল বাসারের পোস্ট: অভিনয়ের পাশাপাশি বেশ সমাজ সচেতন অভিনেতা খায়রুল বাশার। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে লেখেন তিনি। সেসব পোস্ট নেটিজেনদের অনেকেই শেয়ার করেন। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়াকে নিয়েও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। তা এরই মধ্যে ভাইরাল। তারকাদের অনেকেই শেয়ার করছেন লেখাটি।

নিজের ফেসবুকে ফারিয়ার গ্রেফতার ইস্যুতে দেওয়া ওই পোস্টে খায়রুল বাসার লিখেছেন- ‘উনি অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই ওনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই।’ এরপর লেখেন, ‘তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোন ক্রাইম না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে।’

বাসার লেখেন, ‘বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোন সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? মিডিয়া সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন।’

খায়রুল বাসারের ওই পোস্টটি ১৮ ঘণ্টায় ৬৬৭টি শেয়ার হয়েছে। তারকাদের অনেকে শেয়ার দিয়েছেন অভিনেতার ওই পোস্ট।

পরীমনির পোস্ট: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পরীমনি। নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার করলেন এক রহস্যময় পোস্ট। তার ফেসবুকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’ কেন, কী উদ্দেশে গতকাল সোমবার এই পোস্টটি করেছেন তিনি তা স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন সহ-অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের দিকেই ইঙ্গিত করেন পরীমনি।

আজকের প্রত্যাশা/কেএমএএ