ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে ডিগ্রি সমমান করার এক দফা দাবিতে বুধবার শাহবাগে সড়কে আন্দোলনকারীদের অবস্থান -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে ডিগ্রি সমমান করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে সমমান ডিগ্রি করার দাবিতে নানা স্লোগান দেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনো আশ্বাস না পেয়ে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন তারা।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময় শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে শাহবাগে সড়ক দখলে নেন শিক্ষার্থীরা। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রজ্ঞাপন প্রজ্ঞাপন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জামালপুরপুর নার্সিং কলেজ থেকে আন্দোলনে এসেছেন আপন মাহমুদ। তিনি জানান, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি মান পাচ্ছে অন্যরা।

 

এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে। তিনি বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। সরকার কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না ‘

শিক্ষার্থী রাতুল ওয়াহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী বাংলাদেশে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। একবার ইন্টার শেষ করে ৩ বছর সাড়ে ৩ বছর পড়াশোনা, ইন্টার্নশিপ করে আমরা আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাচ্ছি।

 

তাহলে আমাদের দাবি কি যৌক্তিক না?’ এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি তাদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দৈনিক গাঁজা সেবনে হাঁপানির ঝুঁকি বাড়ে ৪৪ শতাংশ

দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে ডিগ্রি সমমান করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ডিপ্লোমা নার্সিং সার্টিফিকেটকে সমমান ডিগ্রি করার দাবিতে নানা স্লোগান দেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনো আশ্বাস না পেয়ে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন তারা।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময় শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে শাহবাগে সড়ক দখলে নেন শিক্ষার্থীরা। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রজ্ঞাপন প্রজ্ঞাপন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জামালপুরপুর নার্সিং কলেজ থেকে আন্দোলনে এসেছেন আপন মাহমুদ। তিনি জানান, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি মান পাচ্ছে অন্যরা।

 

এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে। তিনি বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। সরকার কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না ‘

শিক্ষার্থী রাতুল ওয়াহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী বাংলাদেশে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। একবার ইন্টার শেষ করে ৩ বছর সাড়ে ৩ বছর পড়াশোনা, ইন্টার্নশিপ করে আমরা আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাচ্ছি।

 

তাহলে আমাদের দাবি কি যৌক্তিক না?’ এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি তাদের।