ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

  • আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেট ছাড়তে বোর্ডের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। তাকে অবশ্য রাজি করাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার অবসর ঘোষণার কয়েক দিনের মধ্যে শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটারও। তাতে লম্বা সংস্করণ থেকে কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটেছে।

কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন ১২৩ টেস্ট খেলে। যেখানে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। তাতে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি।

কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে নামার পর ১৪ বছর অতিক্রম হয়েছে। কখনও ভাবিনি এই ফরম্যাটে আমার যাত্রা এমন হবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা সারাজীবন সাথে রাখবো।’

আরো লিখেছেন, ‘যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ ছিল না। তবে এটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে।’

কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর সেই বছরই অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করে নেন। অন্য ব্যাটাররা যখন সংগ্রাম করছিল, ভারত ছন্দ ধরে রাখতে পারছিল না; তখন কোহলি প্রতি ম্যাচে উন্নতি করেছেন। অ্যাডিলেডে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। পরে তো টেস্ট অধিনায়ক হয়েছেন। তার অধীনে ৬৮ টেস্টে ভারত জিতেছে ৪০টি। যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে।

৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। টেস্টে তার ডাবল সেঞ্চুরি ৭টি। যা কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও তার সবচেয়ে বেশি সেঞ্চুরি ২০টি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেট ছাড়তে বোর্ডের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। তাকে অবশ্য রাজি করাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার অবসর ঘোষণার কয়েক দিনের মধ্যে শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটারও। তাতে লম্বা সংস্করণ থেকে কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটেছে।

কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন ১২৩ টেস্ট খেলে। যেখানে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। তাতে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি।

কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে নামার পর ১৪ বছর অতিক্রম হয়েছে। কখনও ভাবিনি এই ফরম্যাটে আমার যাত্রা এমন হবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা সারাজীবন সাথে রাখবো।’

আরো লিখেছেন, ‘যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ ছিল না। তবে এটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে।’

কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর সেই বছরই অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করে নেন। অন্য ব্যাটাররা যখন সংগ্রাম করছিল, ভারত ছন্দ ধরে রাখতে পারছিল না; তখন কোহলি প্রতি ম্যাচে উন্নতি করেছেন। অ্যাডিলেডে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। পরে তো টেস্ট অধিনায়ক হয়েছেন। তার অধীনে ৬৮ টেস্টে ভারত জিতেছে ৪০টি। যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে।

৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। টেস্টে তার ডাবল সেঞ্চুরি ৭টি। যা কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও তার সবচেয়ে বেশি সেঞ্চুরি ২০টি।