ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী

  • আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চেক প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম। আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ জানান, এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চয়নিকা চৌধুরী।

তার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান। এর আগে গত মঙ্গলবার আদালতে হাজির না হওয়ায় চয়নিকার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল একই আদালত। চয়নিকার বিরুদ্ধে ২০১৩ সালের ১৪ মে মামলাটি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ।

মামলার বিবরণ অনুযায়ী, প্রযোজক রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন বাদী। পরে ৩০ অক্টোবর রিয়াজকে একই অংকের চেক দেন আসামি। মামলার অভিযোগে বলা হয়েছে, চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি চয়নিকা। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণে অপারগতা প্রকাশ করেন।

টাকা ফেরত চাইলে চয়নিকা ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন। বাদী একাধিকবার চেষ্টা করলেও চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিস পাঠানো হলেও চয়নিকা তা দেননি। পরে রিয়াজ আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন তারিখ ঠিক করেছে আদালত। ২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকের নির্মাতা হিসেবে যাত্রা শুরুর পর দুই দশকের ক্যারিয়ারে তিনশ’র বেশি টিভি নাটক নির্মাণ করেছেন চয়নিকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী

আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

বিনোদন ডেস্ক: চেক প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম। আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ জানান, এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চয়নিকা চৌধুরী।

তার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান। এর আগে গত মঙ্গলবার আদালতে হাজির না হওয়ায় চয়নিকার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল একই আদালত। চয়নিকার বিরুদ্ধে ২০১৩ সালের ১৪ মে মামলাটি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ।

মামলার বিবরণ অনুযায়ী, প্রযোজক রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন বাদী। পরে ৩০ অক্টোবর রিয়াজকে একই অংকের চেক দেন আসামি। মামলার অভিযোগে বলা হয়েছে, চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি চয়নিকা। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণে অপারগতা প্রকাশ করেন।

টাকা ফেরত চাইলে চয়নিকা ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন। বাদী একাধিকবার চেষ্টা করলেও চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিস পাঠানো হলেও চয়নিকা তা দেননি। পরে রিয়াজ আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন তারিখ ঠিক করেছে আদালত। ২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকের নির্মাতা হিসেবে যাত্রা শুরুর পর দুই দশকের ক্যারিয়ারে তিনশ’র বেশি টিভি নাটক নির্মাণ করেছেন চয়নিকা।