ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিলো ‘ছিনতাইকারীরা’

  • আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের ছাদ থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) রাতের এ ঘটনায় আফতাব আহমেদ আবির নামের ২০ বছর বয়সি ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবির উত্তরার ইউনাইটেড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

আহত আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, তাদের বাসা দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায়। মঙ্গলবার বিকেলে আবির রাজধানীর গোপীবাগ এলাকায় তার আত্মীয়দের বাসায় গিয়েছিলেন। কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশনে যাওয়ার জন্য রাত ৯টার দিকে ট্রেনের ছাদে উঠেছিলেন। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকা পার হওয়ার সময় ৩/৪ জন ছিনতাইকারী আবিরকে মারধর করে তার কাছ থেকে ৫০০ টাক ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আলাউদ্দিন আল আজাদ বলেন, পথচারীরা গুরুতর আহত আবিরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ওই শিক্ষার্থী হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। তার পরিবারের লোকজন সেখানে রয়েছেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিলো ‘ছিনতাইকারীরা’

আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের ছাদ থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) রাতের এ ঘটনায় আফতাব আহমেদ আবির নামের ২০ বছর বয়সি ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবির উত্তরার ইউনাইটেড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

আহত আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, তাদের বাসা দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায়। মঙ্গলবার বিকেলে আবির রাজধানীর গোপীবাগ এলাকায় তার আত্মীয়দের বাসায় গিয়েছিলেন। কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশনে যাওয়ার জন্য রাত ৯টার দিকে ট্রেনের ছাদে উঠেছিলেন। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকা পার হওয়ার সময় ৩/৪ জন ছিনতাইকারী আবিরকে মারধর করে তার কাছ থেকে ৫০০ টাক ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আলাউদ্দিন আল আজাদ বলেন, পথচারীরা গুরুতর আহত আবিরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ওই শিক্ষার্থী হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। তার পরিবারের লোকজন সেখানে রয়েছেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ