ক্রীড়া ডেস্ক: ব্রাজিল ফুটবলে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) জানিয়ে দিয়েছে—আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। কোচ নিয়োগ নিয়ে নানা জল্পনা থাকলেও এবার সুনির্দিষ্ট সময়সীমা দিয়ে আনুষ্ঠানিক ঘোষণার ইঙ্গিত দিল সিবিএফ।
কায়েতানোর বক্তব্যে স্পষ্টতা
সিবিএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানো ব্রাজিলিয়ান স্পোর্টস চ্যানেল স্পোরটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন শুধু ক্রীড়া বিষয় নয়—এটি জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ ও সম্মানজনক দায়িত্ব। আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে।”
এই ঘোষণার পর থেকেই ফুটবলবিশ্বের চোখ এখন টেবিলের ওপরে থাকা সম্ভাব্য প্রার্থীদের দিকে।
আনচেলোত্তির সম্ভাবনা ও জটিলতা
সবচেয়ে আলোচনায় থাকা নাম কার্লো আনচেলোত্তি। ইতালিয়ান এই কোচ বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে রয়েছেন। বহুদিন ধরেই তার সঙ্গে আলোচনা চালিয়ে আসছে সিবিএফ। তবে ইএসপিএন সূত্রে জানা গেছে, আনচেলোত্তির রিয়াল ছাড়ার সম্ভাব্য সময়কাল এবং আর্থিক শর্ত নিয়ে রিয়াল মাদ্রিদ সন্তুষ্ট নয়। ফলে এই ট্রান্সফার আপাতত কিছুটা অনিশ্চয়তায় পড়ে গেছে।
আনচেলোত্তির ভাগ্য অনেকটাই নির্ভর করছে রিয়াল মাদ্রিদের লা লিগা অভিযানের ওপর। বার্সেলোনা এখন এগিয়ে রয়েছে চার পয়েন্টে, আর মৌসুমে বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। তাই ১৫ মে’র আগে আনচেলোত্তি প্রসঙ্গে সুনিশ্চিত কিছু বলছে না সিবিএফ।
প্ল্যান বি: হোর্হে জেসুস
আনচেলোত্তি যদি না আসেন, তাহলে বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন হোর্হে জেসুস। ৭০ বছর বয়সী এই পর্তুগিজ কোচ সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে বিদায় নিয়েছেন। ফলে বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে ২০১৯ সালে কোপা লিবার্তাদোরেস জিতে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল সংস্কৃতিতে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি—যা তাকে সম্ভাব্য ‘প্ল্যান বি’ হিসেবে এগিয়ে রাখছে।
কোচের নাম ঘোষণা জরুরি কেন?
আগামী ২৬ মে ঘোষণা করা হবে জাতীয় দলের স্কোয়াড। এর আগে একজন স্থায়ী কোচ নিয়োগে আগ্রহী সিবিএফ, যাতে কোচ নিজের পরিকল্পনায় দল সাজাতে পারেন। কারণ জুন মাসেই বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল—প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে।
বাছাইপর্বে চাপে ব্রাজিল
মাঠের পারফরম্যান্সও আশানুরূপ নয়। সর্বশেষ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরে চাপে রয়েছে ব্রাজিল। বর্তমানে তারা আছে চতুর্থ স্থানে—শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে পিছিয়ে ১০ পয়েন্টে। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী শীর্ষ ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। ফলে এই মুহূর্তে ব্রাজিলের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা শুধু সময়ের ব্যাপার নয়, বরং প্রয়োজনীয়তার বিষয়ও।
শেষ কথা
ব্রাজিল ফুটবল ঐতিহ্যের নাম। সেই ঐতিহ্য রক্ষা ও পুনরুদ্ধারে একজন সঠিক ও দক্ষ কোচের অধীনে দলকে সাজানো জরুরি। কার্লো আনচেলোত্তি হোন বা হোর্হে জেসুস—আগামী সপ্তাহেই ঘোষণা হবে নতুন কোচের নাম। সেই নামটাই হয়তো বদলে দিতে পারে ব্রাজিল ফুটবলের পরবর্তী অধ্যায়ের রূপরেখা।