ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

শত্রুর মোকাবিলায় পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ

  • আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরোয়াই নিউজ।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবিলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখে।

তিনি জানান, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে “দুঃখজনক” বলেও অভিহিত করেন শেহবাজ। এছাড়া হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের “অবৈধ প্রচেষ্টা” দৃঢ়ভাবে প্রত্যাখ্যানও করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ। তিনি আরো বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে “পানি-আগ্রাসন” হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য “রেড লাইন”। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনো অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন।

প্রধানমন্ত্রী আরো জানান, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলবে, যাতে ভারতের “সত্যিকারের চেহারা” এবং “ষড়যন্ত্র” বিশ্বের সামনে উন্মোচিত হয়।

বৈঠকে পিপিপি প্রতিনিধি দলও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পুরোপুরি একাত্মতার বার্তা দেয়। দলটি পাকিস্তানের সাহসী সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের যুদ্ধোন্মত্ত মনোভাব তুলে ধরতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে।

নয়াদিল্লিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এমন অবস্থায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই সতর্কতা উচ্চারণ করেছেন।

একইসঙ্গে পাকিস্তানে হামলা চালালে নয়াদিল্লিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার সতর্ক করে দিয়েছেন যে, ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তে সামরিক হামলা চালাতে পারে। কাশ্মিরের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।

ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে, ভারত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাতে পারেৃ (তেমন কিছু হলে) নয়াদিল্লিকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

এদিকে কাশ্মিরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, এ ধরনের তদন্তে প্রমাণ হবে, আসলে ভারত নিজেই বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এতে জড়িত কি না। দিল্লির ভিত্তিহীন অভিযোগের আসল সত্যও উন্মোচিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শত্রুর মোকাবিলায় পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ

আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরোয়াই নিউজ।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবিলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখে।

তিনি জানান, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে “দুঃখজনক” বলেও অভিহিত করেন শেহবাজ। এছাড়া হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের “অবৈধ প্রচেষ্টা” দৃঢ়ভাবে প্রত্যাখ্যানও করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ। তিনি আরো বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে “পানি-আগ্রাসন” হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য “রেড লাইন”। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনো অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন।

প্রধানমন্ত্রী আরো জানান, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলবে, যাতে ভারতের “সত্যিকারের চেহারা” এবং “ষড়যন্ত্র” বিশ্বের সামনে উন্মোচিত হয়।

বৈঠকে পিপিপি প্রতিনিধি দলও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পুরোপুরি একাত্মতার বার্তা দেয়। দলটি পাকিস্তানের সাহসী সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের যুদ্ধোন্মত্ত মনোভাব তুলে ধরতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে।

নয়াদিল্লিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এমন অবস্থায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই সতর্কতা উচ্চারণ করেছেন।

একইসঙ্গে পাকিস্তানে হামলা চালালে নয়াদিল্লিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার সতর্ক করে দিয়েছেন যে, ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তে সামরিক হামলা চালাতে পারে। কাশ্মিরের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।

ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে, ভারত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাতে পারেৃ (তেমন কিছু হলে) নয়াদিল্লিকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

এদিকে কাশ্মিরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, এ ধরনের তদন্তে প্রমাণ হবে, আসলে ভারত নিজেই বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এতে জড়িত কি না। দিল্লির ভিত্তিহীন অভিযোগের আসল সত্যও উন্মোচিত হবে।