ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

পাঁচ কিশোরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

  • আপডেট সময় : ০৭:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আজাদুর রহমান, বগুড়া: বগুড়ার ধুনটে চাঁদা দাবির অভিযোগে আটকের পর পাঁচ কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের আটকের পর গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
থানা থেকে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার এক যুবক ধুনটের এক স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার তিনি মেয়েটির সঙ্গে দেখা করতে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা যুবককে আটকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে আরও নির্যাতন করা হয়। স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেন হস্তক্ষেপ করায় তাকেও হুমকি দেওয়া হয়।
বাবুল হোসেন বলেন, থানায় খবর দেওয়া হলে এসআই হায়দার আলী ঘটনাস্থলে আসেন। কিশোর গ্যাংয়ের সদস্যরা তার কাছেও টাকা দাবি করে। তিনি সেখান থেকে কৌশলে থানায় আসেন। সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে ফের চাঁদা দাবি করে তারা।
থানায় পুলিশ সদস্যরা তাদের আটক করেন। রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসআই হায়দার আলী বলেন, কিশোর গ্যাং সদস্যরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
ওসি সাইদুল আলম বলেন, জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাঁচ কিশোরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট সময় : ০৭:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

আজাদুর রহমান, বগুড়া: বগুড়ার ধুনটে চাঁদা দাবির অভিযোগে আটকের পর পাঁচ কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের আটকের পর গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
থানা থেকে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার এক যুবক ধুনটের এক স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার তিনি মেয়েটির সঙ্গে দেখা করতে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা যুবককে আটকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে আরও নির্যাতন করা হয়। স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেন হস্তক্ষেপ করায় তাকেও হুমকি দেওয়া হয়।
বাবুল হোসেন বলেন, থানায় খবর দেওয়া হলে এসআই হায়দার আলী ঘটনাস্থলে আসেন। কিশোর গ্যাংয়ের সদস্যরা তার কাছেও টাকা দাবি করে। তিনি সেখান থেকে কৌশলে থানায় আসেন। সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে ফের চাঁদা দাবি করে তারা।
থানায় পুলিশ সদস্যরা তাদের আটক করেন। রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসআই হায়দার আলী বলেন, কিশোর গ্যাং সদস্যরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
ওসি সাইদুল আলম বলেন, জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।