আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যে বিমানবাহিনীর প্রধান চিফ মার্শাল এপি সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে বিমানবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদির সঙ্গে বৈঠক করেন তিনি। বিমানবাহিনীর প্রধান ও মোদির আলোচনার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও; বৈঠকটিকে কাশ্মিরে হামলার জবাবের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে দাবি করেছে এনডিটিভি। এর আগে গত সপ্তাহে তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও প্রধান নিরাপত্তা পরামর্শকের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন মোদি। ওই সময় ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কাশ্মিরের হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি।
কাশ্মিরের ওই হামলার পর পর মোদি এক জনসভায় বলেছিলেন, হামলাকারীদের পৃথিবীর শেষ জায়গা থেকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এরমাধ্যমে তিনি পাকিস্তানকে ইঙ্গিত করেছিলেন বলে ধারণা অনেকের। ২০১৯ সালে জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় বোমা বিস্ফোরণে ৪০ সেনা নিহত হয়। ওই হামলার পর পর ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরপর মিরেজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের বালাকাটো হামলা চালানোর দাবি করে ভারত। যদিও পাকিস্তান পাল্টা দাবি করে, ভারতীয় বিমান খোলা জায়গায় হামলা চালিয়েছে। সূত্র: এনডিটিভি