ক্রীড়া ডেস্ক: মেসির গোলে জয় ফিরল ইন্টার মায়ামিতে। রেড বুলসের জমাট রক্ষণভাগ ভেদ করে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ডেভিড বেকহ্যামের দল। ম্যাচটিতে গোল করেছেন সুপারস্টার লিওনেল মেসিসহ আরও তিনজন। মেজর লিগ সকারে (গখঝ) খুব একটা ভালো সময় কাটাচ্ছিল না ইন্টার মায়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ভ্যানকুভারের কাছে টানা দুই লেগে হেরে বিদায় নেওয়ার পর ঘরোয়া লিগেও হারতে হয় ডালাসের কাছে।
টানা তিন ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়ে এবার ফিরেছে প্রতাপের সঙ্গে। বাংলাদেশ সময় রবিবার সকালে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত এক জয়ে ফেরে তারা। এই ম্যাচে দীর্ঘ অপেক্ষার পর গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। চার ম্যাচ পর জালের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। সেই সঙ্গে তিন ম্যাচ পর জয়ও পেল মায়ামি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ইন্টার মায়ামি। মাত্র নবম মিনিটেই এগিয়ে যায় দলটি। ডান দিক থেকে মার্চেলো ভাইগান্টের নিখুঁত ক্রসে বল জালে পাঠান হাইতিয়ান ফরোয়ার্ড ফাফা পিঁকু। বক্সে ফাঁকায় থেকে বলটি সহজেই নিয়ন্ত্রণে নিয়ে স্কোরলাইন খুলে দেন তিনি।
৩০তম মিনিটে রোল বদলায় দুই খেলোয়াড়। এবার বাঁ প্রান্ত থেকে বল বাড়ান পিঁকু। ভাইগান্টের হেড ঠেকাতে পারেন রেড বুলস গোলরক্ষক, তবে ফিরতি বল গোললাইনের কাছে নিজেই টোকা দিয়ে জালে জড়ান ভাইগান্ট। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ঠঅজ) সহায়তায় গোলটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়। ৩৯তম মিনিটে মেসির জাদুতে আসে তৃতীয় গোল। মাঝমাঠ থেকে বল বাড়ান তিনি তাদেও আইয়েন্দের উদ্দেশে।
আইয়েন্দে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে বক্সে বল দেন লুইস সুয়ারেসকে। উরুগুইয়ান ফরোয়ার্ড প্রথম শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগিয়ে ফিরে পেলেও, ফিরতি বলে বাঁ পায়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। তবে প্রথমার্ধেই ব্যবধান কমায় রেড বুলস। ৪৩তম মিনিটে মোহামেদ সোফোর হেড গোললাইন পেরোনোর আগেই জাঁ-এরিক মাক্সিম চুপো-মোটিং হালকা টোকা দিয়ে নিশ্চিত করেন গোলটি। এতে কিছুটা স্বস্তি নিয়ে বিরতিতে যায় নিউ ইয়র্ক রেড বুলস।
দ্বিতীয়ার্ধে দুই দলই কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয়। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক মায়ামির হাতে। ৬৬তম মিনিটে আসে চতুর্থ এবং শেষ গোল। এবার আলো ছড়ান লিওনেল মেসি। তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে, ডি-বক্সে দুই ডিফেন্ডার ঘিরে থাকলেও সামলে বাঁ পায়ের ভলিতে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন মায়ামি অধিনায়ক। গ্যালারিতে তখন শুধুই উল্লাস। এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু। ম্যাচের পরপরই মেসির মুখে ছিল আত্মবিশ্বাস, “কঠিন সময় যাচ্ছিল। তবে দলের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। আবারও গোল করে ভালো লাগছে।” এখন মায়ামির সামনে বড় চ্যালেঞ্জ—এই ছন্দ ধরে রাখা এবং শীর্ষস্থান ছুঁয়ে ফেলা। মেসি ও সুয়ারেস জুটি যদি এমনই খেলতে থাকে, তবে শিরোপার লড়াইয়ে তাদের বাদ দেওয়ার উপায় নেই।