ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

পাকিস্তানে আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

  • আপডেট সময় : ০৮:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। গতকাল শনিবার (৩ মে) আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিক পরীক্ষার উদ্দেশে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলো সাড়ে চারশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের আইএসপিআর (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে। এক্স সিন্ধু নামে সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থার বিশেষজ্ঞরা মহড়ায় উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই সফল উৎক্ষেপণের জন্য সেনা, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

আপডেট সময় : ০৮:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিদেশের খবর ডেস্ক : কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। গতকাল শনিবার (৩ মে) আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিক পরীক্ষার উদ্দেশে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলো সাড়ে চারশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের আইএসপিআর (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে। এক্স সিন্ধু নামে সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থার বিশেষজ্ঞরা মহড়ায় উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই সফল উৎক্ষেপণের জন্য সেনা, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।