ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

  • আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার -ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন। টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরো কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।’

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। চালের দাম কমে যাচ্ছে উল্লেখ করে এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্য মূল্য পেতে হবে। কৃষকদের দিকটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।’

দেশে গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণির অনেকেই এখন এক বেলা রুটি খান। আমাদের দেশে প্রতি বছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়। এর বেশির ভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।’ এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন। টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরো কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।’

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। চালের দাম কমে যাচ্ছে উল্লেখ করে এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্য মূল্য পেতে হবে। কৃষকদের দিকটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।’

দেশে গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণির অনেকেই এখন এক বেলা রুটি খান। আমাদের দেশে প্রতি বছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়। এর বেশির ভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।’ এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।