ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

জাওয়াদের টানা সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে রেকর্ড জয় যুবাদের

  • আপডেট সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড গড়া ব্যাটিংয়ে ভর করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১৪৬ রানের বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে তারা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ, অর্থাৎ সিরিজ এখন আর হারার সুযোগ নেই টাইগার যুবারদের সামনে। শনিবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ তোলে বাংলাদেশ। এটি দেশের বাইরে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দেশের মাটিতেও কেবল একবারই তারা এর বেশি রান তুলেছিল ২০১৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৪০ রান।

এই ম্যাচে দলের বড় সংগ্রহের পেছনে মূল কৃতিত্ব ওপেনার জাওয়াদ আবরারের। আগের ম্যাচে অপরাজিত ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর এই ম্যাচেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করে দলকে বড় রানে নিয়ে যাওয়ার ভিত্তি গড়ে দেন জাওয়াদ। এর ফলে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে একাধিক সেঞ্চুরির মালিক চতুর্থ ওপেনার হিসেবে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছেন চার নম্বরে নামা রিজান হোসেন। প্রথম ফিফটির স্বাদ পাওয়া রিজান খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। জাওয়াদ ও রিজানের চতুর্থ উইকেটে ১৩৫ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন।

শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ (২৭ বলে ৩২), দেবাশিস দেবা (১১ বলে ২১), সামিউন বশির (৮ বলে ২৩*) ও আল ফাহাদ (৫ বলে ১৯*) দারুণ ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে দেন আরও। শেষ ১০ ওভারে আসে ১১০ রান, আর শেষ ৬ ওভারে ৮৫ রান। সব মিলিয়ে বাংলাদেশ তুলে নেয় এক বিশাল পুঁজি। লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে বাজে দিন কাটে রাসিথ নিমসারার। ১০ ওভারে ৯৬ রান দিয়ে তিনি গড়েন শ্রীলঙ্কার যুব দলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। রান তাড়ায় শুরুতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার দুলনিথ সিগেরা, আরেক ওপেনার রেহন পেইরিস করেন মাত্র ১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফাহাদ, সানজিদ ও অধিনায়ক আজিজুলের বোলিং তোপে ধুঁকতে থাকা লঙ্কানরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১৯০ রানে। ম্যাচ শেষ হয় ৬৮ বল বাকি থাকতেই।

শ্রীলঙ্কার হয়ে উল্লেখযোগ্য রান আসে অধিনায়ক দেনুরা দিনসারার ব্যাটে থেকে, ৭২ বলে করেন ৬৬ রান। এছাড়া কাভিজা গামাগে করেন ২৩ এবং ৯ নম্বরে নামা রাসিথ নিমসারা খেলেন ২৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। তবে তা কেবল হারের ব্যবধানই কিছুটা কমাতে পেরেছে। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ ২ উইকেট ও অধিনায়ক আজিজুল ১ উইকেট নেন। অভিষিক্ত সানজিদ মজুমদারও নিজের অভিষেকে উইকেটের দেখা পান। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ, যেখানে বাকি দুটি ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগার যুবারা। সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার, কলম্বোতেই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অ-১৯: ৫০ ওভারে ৩৩৬/৮ (আবরার ১১৩, কালাম ১৯, আজিজুল ২৩, রিজান ৮২, আব্দুল্লাহ ৩২, দেবাশিস ১৯, সামিউন ২৩, ফরিদ ০, ফাহাদ ১৯*, রাফি*; নিমসারা ১০-০-৯৬-৩, নাভোদিয়া ১০-০-৪৫-২, রাভিহানসা ৮-০-৫২-০, গামাগে ৬-০-৪৮-০, হিনাটিগালা ১০-০-৩৬-০, নিন্দুওয়ারা ৫-০-৪৩-১, সিগেরা ১-০-১৪-০)।
শ্রীলঙ্কা অ-১৯: ৩৮.৪ ওভারে ১৯০ (সিগেরা ০, পেইরিস ১, হিনাটিগালা ৩০, ভিদানাপাথিরানা ২, দিনসারা ৬৬, গামাগে ২৩, দিমানসিথ ৭, নিন্দুওয়ারা ৭, নিমসারা ,৩৯ রাভিহানসা ০, নাভোদিয়া ৩*; ফাহাদ ৮-১-৪১-৩, সানজিদ ৭-০-৫৯-২, আজিুজুল ২-০-৭-২, সামিউন ৭-২-১১-১, রিজান ২-০-৫-০, রাফি ৮-০-৩০-০, দেবাশিস ৩-০-১৭-১, আবরার ১-০-১২-০, কালাম ০.৪-০-৫-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৬ রানে জয়ী।
সিরিজ: ছয় ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-১ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: জাওয়াদ আবরার।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাওয়াদের টানা সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে রেকর্ড জয় যুবাদের

আপডেট সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড গড়া ব্যাটিংয়ে ভর করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১৪৬ রানের বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে তারা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ, অর্থাৎ সিরিজ এখন আর হারার সুযোগ নেই টাইগার যুবারদের সামনে। শনিবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ তোলে বাংলাদেশ। এটি দেশের বাইরে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দেশের মাটিতেও কেবল একবারই তারা এর বেশি রান তুলেছিল ২০১৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৪০ রান।

এই ম্যাচে দলের বড় সংগ্রহের পেছনে মূল কৃতিত্ব ওপেনার জাওয়াদ আবরারের। আগের ম্যাচে অপরাজিত ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর এই ম্যাচেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করে দলকে বড় রানে নিয়ে যাওয়ার ভিত্তি গড়ে দেন জাওয়াদ। এর ফলে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে একাধিক সেঞ্চুরির মালিক চতুর্থ ওপেনার হিসেবে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছেন চার নম্বরে নামা রিজান হোসেন। প্রথম ফিফটির স্বাদ পাওয়া রিজান খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। জাওয়াদ ও রিজানের চতুর্থ উইকেটে ১৩৫ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন।

শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ (২৭ বলে ৩২), দেবাশিস দেবা (১১ বলে ২১), সামিউন বশির (৮ বলে ২৩*) ও আল ফাহাদ (৫ বলে ১৯*) দারুণ ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে দেন আরও। শেষ ১০ ওভারে আসে ১১০ রান, আর শেষ ৬ ওভারে ৮৫ রান। সব মিলিয়ে বাংলাদেশ তুলে নেয় এক বিশাল পুঁজি। লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে বাজে দিন কাটে রাসিথ নিমসারার। ১০ ওভারে ৯৬ রান দিয়ে তিনি গড়েন শ্রীলঙ্কার যুব দলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। রান তাড়ায় শুরুতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার দুলনিথ সিগেরা, আরেক ওপেনার রেহন পেইরিস করেন মাত্র ১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফাহাদ, সানজিদ ও অধিনায়ক আজিজুলের বোলিং তোপে ধুঁকতে থাকা লঙ্কানরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১৯০ রানে। ম্যাচ শেষ হয় ৬৮ বল বাকি থাকতেই।

শ্রীলঙ্কার হয়ে উল্লেখযোগ্য রান আসে অধিনায়ক দেনুরা দিনসারার ব্যাটে থেকে, ৭২ বলে করেন ৬৬ রান। এছাড়া কাভিজা গামাগে করেন ২৩ এবং ৯ নম্বরে নামা রাসিথ নিমসারা খেলেন ২৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। তবে তা কেবল হারের ব্যবধানই কিছুটা কমাতে পেরেছে। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ ২ উইকেট ও অধিনায়ক আজিজুল ১ উইকেট নেন। অভিষিক্ত সানজিদ মজুমদারও নিজের অভিষেকে উইকেটের দেখা পান। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ, যেখানে বাকি দুটি ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগার যুবারা। সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার, কলম্বোতেই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অ-১৯: ৫০ ওভারে ৩৩৬/৮ (আবরার ১১৩, কালাম ১৯, আজিজুল ২৩, রিজান ৮২, আব্দুল্লাহ ৩২, দেবাশিস ১৯, সামিউন ২৩, ফরিদ ০, ফাহাদ ১৯*, রাফি*; নিমসারা ১০-০-৯৬-৩, নাভোদিয়া ১০-০-৪৫-২, রাভিহানসা ৮-০-৫২-০, গামাগে ৬-০-৪৮-০, হিনাটিগালা ১০-০-৩৬-০, নিন্দুওয়ারা ৫-০-৪৩-১, সিগেরা ১-০-১৪-০)।
শ্রীলঙ্কা অ-১৯: ৩৮.৪ ওভারে ১৯০ (সিগেরা ০, পেইরিস ১, হিনাটিগালা ৩০, ভিদানাপাথিরানা ২, দিনসারা ৬৬, গামাগে ২৩, দিমানসিথ ৭, নিন্দুওয়ারা ৭, নিমসারা ,৩৯ রাভিহানসা ০, নাভোদিয়া ৩*; ফাহাদ ৮-১-৪১-৩, সানজিদ ৭-০-৫৯-২, আজিুজুল ২-০-৭-২, সামিউন ৭-২-১১-১, রিজান ২-০-৫-০, রাফি ৮-০-৩০-০, দেবাশিস ৩-০-১৭-১, আবরার ১-০-১২-০, কালাম ০.৪-০-৫-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৬ রানে জয়ী।
সিরিজ: ছয় ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-১ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: জাওয়াদ আবরার।