টাঙ্গাইল সংবাদদাতা :টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২ মে) রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইল পুর এলাকার মৃত মান্নানের ছেলে মিজানুর রহমান। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, এতদিন স্থানীয় মসজিদ, গোরস্থান, মাদরাসা এবং ঈদগাহ মাঠ পরিচালনা করেছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।
স্থানীয় বায়তুল আমান নুরানি ও হাফিজিয়া মাদরাসার দেড় শতাংশ জমি নিয়ে তার সঙ্গে বিরোধ ছিল বিএনপি নেতা আলামিনের। শুক্রবার সন্ধ্যার দিকে মিজানুর রহমান একটি দোকানে চা পান করতে যান। এসময় আলামিন তাকে ডেকে নিয়ে অন্য স্থানে যান। পরে আলামিন, সাদিকুল, জহুর আলী ও তাদের সহযোগীরা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ আজাদ জানান, মিজানুর রহমানকে রুমের ভেতরে নিয়ে শাটার নামিয়ে হত্যা করে মসজিদের সামনে ফেলে যায়। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।