ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার খবর উড়িয়ে দিল বিসিবি

  • আপডেট সময় : ০৫:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অনিশ্চয়তার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সফরটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দল সফরে নাও আসতে পারে—এমন কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে। ”

এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই উত্তাপ উপমহাদেশের ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনটিতে বাংলাদেশের সাবেক এক সামরিক কর্মকর্তার বিতর্কিত ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়, যেখানে তিনি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো দখলের আহ্বান জানিয়েছিলেন। এসব বিষয় উল্লেখ করে বলা হয়, ভারতীয় দলের বাংলাদেশ সফর ‘অনিশ্চিত’ হতে পারে। তবে বিসিবি জানায়, সফর নিয়ে তাদের হাতে এমন কোনো তথ্য নেই যা সংশয় সৃষ্টি করতে পারে। সফরটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে আগে থেকেই নির্ধারিত। গত ১৫ এপ্রিল বিসিবি ও বিসিসিআই যৌথভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে। সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১ম ওয়ানডে ১৭ আগস্ট, মিরপুর
২য় ওয়ানডে ২০ আগস্ট, মিরপুর
৩য় ওয়ানডে ২৩ আগস্ট, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি ২৬ আগস্ট, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি ২৯ আগস্ট, মিরপুর
৩য় টি-টোয়েন্টি ৩১ আগস্ট, মিরপুর
বিসিবি বলছে, সফরের প্রস্তুতি ও দুই বোর্ডের মধ্যে যোগাযোগ স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাই টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে যে আশঙ্কার কথা বলা হয়েছে, সেটিকে গুজব বলেই মনে করছে বোর্ড। ভারতের সফরের পাশাপাশি ওই প্রতিবেদনে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে টুর্নামেন্টটি স্থগিতও হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার খবর উড়িয়ে দিল বিসিবি

আপডেট সময় : ০৫:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অনিশ্চয়তার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সফরটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দল সফরে নাও আসতে পারে—এমন কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে। ”

এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই উত্তাপ উপমহাদেশের ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনটিতে বাংলাদেশের সাবেক এক সামরিক কর্মকর্তার বিতর্কিত ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়, যেখানে তিনি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো দখলের আহ্বান জানিয়েছিলেন। এসব বিষয় উল্লেখ করে বলা হয়, ভারতীয় দলের বাংলাদেশ সফর ‘অনিশ্চিত’ হতে পারে। তবে বিসিবি জানায়, সফর নিয়ে তাদের হাতে এমন কোনো তথ্য নেই যা সংশয় সৃষ্টি করতে পারে। সফরটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে আগে থেকেই নির্ধারিত। গত ১৫ এপ্রিল বিসিবি ও বিসিসিআই যৌথভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে। সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১ম ওয়ানডে ১৭ আগস্ট, মিরপুর
২য় ওয়ানডে ২০ আগস্ট, মিরপুর
৩য় ওয়ানডে ২৩ আগস্ট, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি ২৬ আগস্ট, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি ২৯ আগস্ট, মিরপুর
৩য় টি-টোয়েন্টি ৩১ আগস্ট, মিরপুর
বিসিবি বলছে, সফরের প্রস্তুতি ও দুই বোর্ডের মধ্যে যোগাযোগ স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাই টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে যে আশঙ্কার কথা বলা হয়েছে, সেটিকে গুজব বলেই মনে করছে বোর্ড। ভারতের সফরের পাশাপাশি ওই প্রতিবেদনে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে টুর্নামেন্টটি স্থগিতও হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।