এমদাদ শুভ্র
বাধা প্রতিকূল ঠেলে ঠেলে
রূপসা যাই পাটুরিয়ার জেলে
টেকনাফ যাই তেঁতুলিয়ার ড্রাইভার
আমরা ‘শ্রমিক’ এই তো অহঙ্কার।
দেখো তো চেয়ে- নিজের পানে
শ্রমিকের ছোঁয়া নেই কোনখানে
চুল থেকে জুতো, শ্যাম্পু-সুতো
আপনে-ছায়ায়-আয়না’য় বারবার
আমরা ‘শ্রমিক’ এই তো অহঙ্কার।
ঘর-আত্মীয় আর প্রতিবেশী
প্রান্তর-পাড়া দেশি-বিদেশি
জল-স্থল আর গগনেরও উৎপল
বাহুবল এ-ই আমরা ‘হাতিয়ার’
আমরা ‘শ্রমিক’ এই তো অহঙ্কার।
এক টুকরো কয়লায় জান বাজি
সর্বক্ষণ কাজেই আমরা রাজি
আমাদের ঘাম ভাবো কত দাম
আমরাও প্রিয় এক সেই বিধাতার
আমরা ‘শ্রমিক’ এই তো অহঙ্কার।