ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, রাশিয়া যাচ্ছেন না মোদি

  • আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার বিজয় দিবস প্যারেডে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ‘বন্ধুপ্রতীম’ আরও কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৯ মে’র সেই অনুষ্ঠানে যাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন গতকাল বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব উন্ডিয়া। ১৯৪৫ সালের ৯ মে জার্মান নাৎসিদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় পেয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। তাদের ৮০তম বিজয় দিবস উপলক্ষ্যে কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরে ভারতের উত্তেজনা দেখা দেওয়ায় এই মুহূর্তে মোদির রাশিয়া যাওয়া নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে ক্রেমলিন জানাল রাশিয়া যাচ্ছেন না মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়ায় গিয়েছিলেন। যা দেশটিতে দীর্ঘ পাঁচ বছর পর তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এতে পুতিন সমর্থন জানালেও এখন পর্যন্ত তার ভারত সফরের সময়সূচি নির্ধারিত হয়নি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেন, তাদের কাছে তথ্য আছে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত। পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান
এদিকে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মিরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মির অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, “পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

” এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।” এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”। এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, রাশিয়া যাচ্ছেন না মোদি

আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার বিজয় দিবস প্যারেডে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ‘বন্ধুপ্রতীম’ আরও কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৯ মে’র সেই অনুষ্ঠানে যাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন গতকাল বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব উন্ডিয়া। ১৯৪৫ সালের ৯ মে জার্মান নাৎসিদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় পেয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। তাদের ৮০তম বিজয় দিবস উপলক্ষ্যে কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরে ভারতের উত্তেজনা দেখা দেওয়ায় এই মুহূর্তে মোদির রাশিয়া যাওয়া নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে ক্রেমলিন জানাল রাশিয়া যাচ্ছেন না মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়ায় গিয়েছিলেন। যা দেশটিতে দীর্ঘ পাঁচ বছর পর তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এতে পুতিন সমর্থন জানালেও এখন পর্যন্ত তার ভারত সফরের সময়সূচি নির্ধারিত হয়নি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেন, তাদের কাছে তথ্য আছে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত। পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান
এদিকে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মিরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মির অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, “পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

” এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।” এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”। এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।