বিনোদন ডেস্ক: গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার “নিয়ে যাবে কি” গান দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করেছিলেন জেফার রহমান। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হলেন এই গায়িকা ও অভিনেত্রী। মঙ্গলবার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল জেফারের গাওয়া ও সুর করা নতুন গান ‘তীর’, যা প্রকাশের পরপরই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। ‘তীর’ গানটির কথা লিখেছেন যৌথভাবে জেফার রহমান ও আদিব কবির। গানটিতে প্রেম, আকর্ষণ আর আবেগের এক অনুরণিত রূপ তুলে ধরা হয়েছে, যা শ্রোতার মনে দাগ কাটছে অনায়াসেই। মেলোডি ও কথার মিশেলে গানটি ইতোমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়তা অর্জন করছে।
তবে ‘তীর’ গান প্রকাশের মধ্য দিয়ে জেফারের ভক্তদের জন্য যে চমকপ্রদ খবর সামনে এলো, তা হলো—পরিচালক শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জেফার রহমান। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মের নাম ‘তুমি আমি শুধু’, যেখানে নায়ক হিসেবে থাকছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।
ওটিটি প্ল্যাটফর্ম বিনজ-এর জন্য নির্মিত হতে যাওয়া এ ওয়েব ফিল্মটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে। নির্মাতাদের পক্ষ থেকে জানা গেছে, আগামী ৪ মে ঢাকায় শুরু হবে শুটিং। এরপর চিত্রায়ণ হবে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। প্রেম, দ্বিধা ও সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠছে এ ওয়েব ফিল্মের গল্প। এ প্রসঙ্গে জেফার বলেন, “গান তো বরাবরের ভালোবাসা। কিন্তু অভিনয়েও নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করছি নতুনভাবে। ‘তুমি আমি শুধু’ কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। গল্প, নির্মাণশৈলী আর সহশিল্পীদের সঙ্গে বোঝাপড়াও চমৎকার হচ্ছে।”
জেফার রহমানকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যালেন স্বপন সিজন ২’-এ। তারও আগে তিনি অভিনয় করেছিলেন ‘লাস্ট ডিফেন্স অব মনোগ্যামি’ শিরোনামের ওয়েব ফিল্মে, যেটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী, এবং এই প্রজেক্টেও জেফার অভিনয় দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। গান ও অভিনয়ের দুই জগতে একসঙ্গে সাফল্যের ছাপ রেখে চলা জেফার রহমান যেন তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় লিখছেন ‘তীর’ দিয়ে। তার গাওয়া গান যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি নতুন প্রজেক্টে তার উপস্থিতি নিয়েও তৈরি হচ্ছে ভক্ত-সমালোচকদের কৌতূহল।