ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

শাহরুখের চাওয়ায় ‘কিং’-এ দীপিকা!

  • আপডেট সময় : ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ২০২৩ সালে পাঠান, জওয়ান এবং ডাংকি দিয়ে বক্স অফিসে ইতিহাস গড়ার পর শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরছেন সিদ্দার্থ আনন্দ পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’–এর মাধ্যমে। ছবিটির প্রি-প্রোডাকশন এখন পুরোদমে চলছে এবং এতে যুক্ত হয়েছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াতসহ একটি শক্তিশালী অভিনেতা দল। পিঙ্কভিলার একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন, এবং ১৮ মে থেকে মুম্বাইতে শুরু হচ্ছে শুটিং। একটি সূত্র জানায়, “শাহরুখ খান শুরু থেকেই চেয়েছিলেন দীপিকা এই ছবিতে থাকুক।

তবে দীপিকা সদ্য মা হওয়ায় সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ফিটনেসে ফেরার জন্য কিছুটা সময় নিচ্ছিলেন। কিন্তু ‘কিং’-এর শিডিউলে কিছুটা বিলম্ব হওয়ায় দীপিকার সময়সূচির সঙ্গে মিল হয়ে যায় এবং তিনি চূড়ান্ত হন।” সূত্রটি আরও জানায়, “শিডিউল জটিলতার কারণে শাহরুখ খান কারিনা এবং ক্যাটরিনার কথাও ভেবেছিলেন, তবে শেষ পর্যন্ত সবকিছু মিলে যাওয়ায় দীপিকাকেই নেয়া হয়। দীপিকার চরিত্রটি কোনো ক্যামিও নয়—এটি একটি পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ চরিত্র, যেটি দর্শকদের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”

সিনেমার ঘনিষ্ঠসূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের শেষে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পেতে পারে। চূড়ান্ত মুক্তির তারিখ শুটিং শুরুর পর নির্ধারিত হবে। ছবিটির গানের সুর করছেন সাচিন-জিগর এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিরুদ্ধ। আন্তর্জাতিক মানের অ্যাকশন ডিরেক্টরদের নিয়োগ দেওয়া হয়েছে, এবং শুটিং হবে ভারত ও ইউরোপে। দীপিকাকে নিজের ছবির জন্য চমক মনে করেন শাহরুখ। এর অবশ্য কারণও রয়েছে। দীপিকা ও শাহরুখ জুটি এর আগে ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার, পাঠান এবং জওয়ান–এ একসঙ্গে কাজ করেছেন এবং প্রতিবারই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছেন। সিদ্ধার্থ ও দীপিকার জুটিও বচনা এ হাসিনো, পাঠান ও ফাইটার–এর মাধ্যমে শতভাগ সফলতার রেকর্ড গড়েছে! ফলে ‘কিং’-এর জন্য দীপিকাকেই লাকি মনে করা হচ্ছে! -পিঙ্কভিলা

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখের চাওয়ায় ‘কিং’-এ দীপিকা!

আপডেট সময় : ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: ২০২৩ সালে পাঠান, জওয়ান এবং ডাংকি দিয়ে বক্স অফিসে ইতিহাস গড়ার পর শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরছেন সিদ্দার্থ আনন্দ পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’–এর মাধ্যমে। ছবিটির প্রি-প্রোডাকশন এখন পুরোদমে চলছে এবং এতে যুক্ত হয়েছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াতসহ একটি শক্তিশালী অভিনেতা দল। পিঙ্কভিলার একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন, এবং ১৮ মে থেকে মুম্বাইতে শুরু হচ্ছে শুটিং। একটি সূত্র জানায়, “শাহরুখ খান শুরু থেকেই চেয়েছিলেন দীপিকা এই ছবিতে থাকুক।

তবে দীপিকা সদ্য মা হওয়ায় সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ফিটনেসে ফেরার জন্য কিছুটা সময় নিচ্ছিলেন। কিন্তু ‘কিং’-এর শিডিউলে কিছুটা বিলম্ব হওয়ায় দীপিকার সময়সূচির সঙ্গে মিল হয়ে যায় এবং তিনি চূড়ান্ত হন।” সূত্রটি আরও জানায়, “শিডিউল জটিলতার কারণে শাহরুখ খান কারিনা এবং ক্যাটরিনার কথাও ভেবেছিলেন, তবে শেষ পর্যন্ত সবকিছু মিলে যাওয়ায় দীপিকাকেই নেয়া হয়। দীপিকার চরিত্রটি কোনো ক্যামিও নয়—এটি একটি পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ চরিত্র, যেটি দর্শকদের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”

সিনেমার ঘনিষ্ঠসূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের শেষে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পেতে পারে। চূড়ান্ত মুক্তির তারিখ শুটিং শুরুর পর নির্ধারিত হবে। ছবিটির গানের সুর করছেন সাচিন-জিগর এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিরুদ্ধ। আন্তর্জাতিক মানের অ্যাকশন ডিরেক্টরদের নিয়োগ দেওয়া হয়েছে, এবং শুটিং হবে ভারত ও ইউরোপে। দীপিকাকে নিজের ছবির জন্য চমক মনে করেন শাহরুখ। এর অবশ্য কারণও রয়েছে। দীপিকা ও শাহরুখ জুটি এর আগে ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার, পাঠান এবং জওয়ান–এ একসঙ্গে কাজ করেছেন এবং প্রতিবারই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছেন। সিদ্ধার্থ ও দীপিকার জুটিও বচনা এ হাসিনো, পাঠান ও ফাইটার–এর মাধ্যমে শতভাগ সফলতার রেকর্ড গড়েছে! ফলে ‘কিং’-এর জন্য দীপিকাকেই লাকি মনে করা হচ্ছে! -পিঙ্কভিলা