ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

চমকে দিলেন অচেনা রক

  • আপডেট সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে যারা সবসময়ই পরিচিত অ্যাকশন হিরো মনে করেন তাদের জন্য চমক অপেক্ষা করছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার নতুন ট্রেলারে জনসন এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। যা দেখে অনেকেই তাঁকে চিনতেই পারবেন না! এ২৪ স্টুডিওর নির্মিত এই জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামায় জনসন অভিনয় করছেন মার্ক কের চরিত্রে। এই চরিত্রটি একজন মিক্সড মার্শাল আর্টস যোদ্ধার। যিনি দুবারের টঋঈ হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্যান আমেরিকান গেমসের স্বর্ণপদকজয়ী। সিনেমাটি কেরের রিংয়ের সাফল্য, মাদকাসক্তি এবং সাবেক স্ত্রী ডন স্টেপলসের সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে।

ট্রেলারে জনসন তার পরিচিত চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। উইগ, প্রস্থেটিক মেকআপ আর ভারী রূপান্তরের মাধ্যমে তিনি প্রায় অচেনা হয়ে হাজির হয়েছেন। যদিও মাঝে মাঝে তার পুরনো কিছু শারীরিক আচরণ লক্ষ করা যায় তবে বেশিরভাগ সময় তাকে চিনে নেওয়া কঠিন। এই সিনেমা বেনি সাফদির একক পরিচালনায় প্রথম কাজ। সাফদি এর আগে ‘আনকাট জেমস’-এর মতো প্রশংসিত সিনেমা পরিচালনা করেছেন। ছবিটিতে জনসনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। দুজনের রসায়নটা বেশ জমজমাট হয়ে ফুটে ওঠবে পর্দায়। এছাড়া জনসন ও ব্লান্ট একসাথে কাজ করছেন একটি মার্বেল-ধর্মী গ্যাংস্টার সিনেমায়। সেটি মার্টিন স্করসেসি পরিচালনা করবেন বলে জানা গেছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমাটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ অক্টোবর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চমকে দিলেন অচেনা রক

আপডেট সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে যারা সবসময়ই পরিচিত অ্যাকশন হিরো মনে করেন তাদের জন্য চমক অপেক্ষা করছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার নতুন ট্রেলারে জনসন এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। যা দেখে অনেকেই তাঁকে চিনতেই পারবেন না! এ২৪ স্টুডিওর নির্মিত এই জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামায় জনসন অভিনয় করছেন মার্ক কের চরিত্রে। এই চরিত্রটি একজন মিক্সড মার্শাল আর্টস যোদ্ধার। যিনি দুবারের টঋঈ হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্যান আমেরিকান গেমসের স্বর্ণপদকজয়ী। সিনেমাটি কেরের রিংয়ের সাফল্য, মাদকাসক্তি এবং সাবেক স্ত্রী ডন স্টেপলসের সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে।

ট্রেলারে জনসন তার পরিচিত চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। উইগ, প্রস্থেটিক মেকআপ আর ভারী রূপান্তরের মাধ্যমে তিনি প্রায় অচেনা হয়ে হাজির হয়েছেন। যদিও মাঝে মাঝে তার পুরনো কিছু শারীরিক আচরণ লক্ষ করা যায় তবে বেশিরভাগ সময় তাকে চিনে নেওয়া কঠিন। এই সিনেমা বেনি সাফদির একক পরিচালনায় প্রথম কাজ। সাফদি এর আগে ‘আনকাট জেমস’-এর মতো প্রশংসিত সিনেমা পরিচালনা করেছেন। ছবিটিতে জনসনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। দুজনের রসায়নটা বেশ জমজমাট হয়ে ফুটে ওঠবে পর্দায়। এছাড়া জনসন ও ব্লান্ট একসাথে কাজ করছেন একটি মার্বেল-ধর্মী গ্যাংস্টার সিনেমায়। সেটি মার্টিন স্করসেসি পরিচালনা করবেন বলে জানা গেছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমাটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ অক্টোবর।