ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

কাভার্ডভ্যানে সোফা-চেয়ার-টেবিল জব্দ

  • আপডেট সময় : ০৬:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : কাভার্ডভ্যানের ভেতর সোফা, চেয়ার, টেবিল ও নানা ফার্নিচারসহ কাঠ। বন বিভাগের অভিযানে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় এসব কাঠ অবৈধ। পরে তা নিয়ে আসা হয়েছে বন বিভাগের কার্যালয়ে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনের মহাসড়কে অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রবোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। বন বিভাগের চোখ ফাঁকি দিতে কাভার্ডভ্যানে করে এসব কাঠ ও আসবাবপত্র পাচার করা হচ্ছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক মহাসড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। অবৈধ কাঠ ও আসবাবপত্র পরিবাহী কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১১-৫১৪২) আটক করে কুমিল্লা নগরীর শাকতলায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে বন বিভাগ থেকে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, অভিযানে আটককৃত অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রের মূল্য আনুমানিক আট লাখ টাকা। স্টেশন কর্মকর্তাকে যথাযথ সাপোর্ট প্রদান করা হলে তিনি এ অভিযান আরও বেগবান করতে সক্ষম হবেন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রসমূহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে কৌশলে ঢাকায় পাচার করা হচ্ছিল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাভার্ডভ্যানে সোফা-চেয়ার-টেবিল জব্দ

আপডেট সময় : ০৬:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কুমিল্লা সংবাদদাতা : কাভার্ডভ্যানের ভেতর সোফা, চেয়ার, টেবিল ও নানা ফার্নিচারসহ কাঠ। বন বিভাগের অভিযানে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় এসব কাঠ অবৈধ। পরে তা নিয়ে আসা হয়েছে বন বিভাগের কার্যালয়ে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনের মহাসড়কে অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রবোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। বন বিভাগের চোখ ফাঁকি দিতে কাভার্ডভ্যানে করে এসব কাঠ ও আসবাবপত্র পাচার করা হচ্ছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক মহাসড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। অবৈধ কাঠ ও আসবাবপত্র পরিবাহী কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১১-৫১৪২) আটক করে কুমিল্লা নগরীর শাকতলায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে বন বিভাগ থেকে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, অভিযানে আটককৃত অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রের মূল্য আনুমানিক আট লাখ টাকা। স্টেশন কর্মকর্তাকে যথাযথ সাপোর্ট প্রদান করা হলে তিনি এ অভিযান আরও বেগবান করতে সক্ষম হবেন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রসমূহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে কৌশলে ঢাকায় পাচার করা হচ্ছিল।