ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশ ব্যাংকের তহবিল ৩ হাজার কোটি টাকা যেভাবে ব্যবহার করেছে আইসিবি

  • আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সরকারের প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বরাবর ৩ হাজার কোটি টাকার তহবিল দিয়েছিল। ওই টাকা কীভাবে কোন কোন খাতে ব্যবহার করেছে, তা জানিয়েছে আইসিবি।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিতরণকৃত অর্থ যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ডের দুইজন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। আইসিবি’র প্রস্তাব ও মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে উক্ত কমিটির তত্ত্বাবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

এছাড়া কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে পুঁজিবাজারে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইতোপূর্বে উচ্চ সুদে গৃহীত ঋণের অংশবিশেষ পরিশোধে ব্যয় করা হয়েছে। পুঁজিবাজারের নাজুক অবস্থায় বাজারে তারল্য সহায়তা হিসেবে গত বছর ডিসেম্বর মাসে সরকার আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকার একটি তহবিল বরাদ্দ দেয়। এই ঋণের সুদের হার ৪ শতাংশ। তহবিলের একটি অংশ আইসিবি সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, বাকীটা অণ্যাণ্র মধ্যবর্তী প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিয়েছে, যাতে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে অথবা উচ্চ সুদে কোনো ঋণ নেওয়া থাকলে তা পরিশোধ করতে পারে। সম্প্রতি বাজারে টানা দর পতনের মুখে আইসিবির ভূমিকা এবং সহায়তা তহবিলের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠে। এর প্রেক্ষিতে আইসিবি আলোচিত ব্যাখ্যা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ ব্যাংকের তহবিল ৩ হাজার কোটি টাকা যেভাবে ব্যবহার করেছে আইসিবি

আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সরকারের প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বরাবর ৩ হাজার কোটি টাকার তহবিল দিয়েছিল। ওই টাকা কীভাবে কোন কোন খাতে ব্যবহার করেছে, তা জানিয়েছে আইসিবি।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিতরণকৃত অর্থ যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ডের দুইজন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। আইসিবি’র প্রস্তাব ও মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে উক্ত কমিটির তত্ত্বাবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

এছাড়া কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে পুঁজিবাজারে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইতোপূর্বে উচ্চ সুদে গৃহীত ঋণের অংশবিশেষ পরিশোধে ব্যয় করা হয়েছে। পুঁজিবাজারের নাজুক অবস্থায় বাজারে তারল্য সহায়তা হিসেবে গত বছর ডিসেম্বর মাসে সরকার আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকার একটি তহবিল বরাদ্দ দেয়। এই ঋণের সুদের হার ৪ শতাংশ। তহবিলের একটি অংশ আইসিবি সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, বাকীটা অণ্যাণ্র মধ্যবর্তী প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিয়েছে, যাতে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে অথবা উচ্চ সুদে কোনো ঋণ নেওয়া থাকলে তা পরিশোধ করতে পারে। সম্প্রতি বাজারে টানা দর পতনের মুখে আইসিবির ভূমিকা এবং সহায়তা তহবিলের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠে। এর প্রেক্ষিতে আইসিবি আলোচিত ব্যাখ্যা দিয়েছে বলে মনে করা হচ্ছে।