বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী ‘বরবাদ’ সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি ‘তা-ব’-এর শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে থাকবেন, সেটা নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে! সোশাল মিডিয়াতে কদিন পরপর একেক জনের নাম শোনা যাচ্ছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তা-ব’-এ শাকিবের নায়িকা। আর এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তা-ব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তা-ব’ দিয়ে বাজিমাৎ করবেন শাকিব খান।
তা-বে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। ‘তা-ব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না।
কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তা-ব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।