ক্রীড়া ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ ৭ টি পদক জিতেছে। সবগুলোই ব্রোঞ্জ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ পদকগুলো জিতেছে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বিভাগে। এই প্রতিযোগিতা ছিল এশিয়ান যুব টেবিল টেনিসের বাছাই পর্বও। সেখানে বাংলাদেশের খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন, মূলপর্বের টিকিট মেলেনি তাদের। মূল পর্বের টিকিট পেতে দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতায় কমপক্ষে রৌপ্য জিতলে।
২০২২ সালে এই ইভেন্টে ছেলেদের বিভাগে সোনা ও ২০২৪ সালে রৌপ্য জিতে মূল পর্বে ওঠেছিল বাংলাদেশ। এবার ফিরতে হয়েছে সবগুলো ব্রোঞ্জ নিয়ে। পদকের সংখ্যাটা লম্বা হলেও আসল কাজটি করতে না পারায় এই সফরকে ব্যর্থই বলছেন টেবিল টেনিসের সংশ্লিষ্টরা। যে খেলোয়াড়দের দিয়ে দল গঠন করে নেপাল পাঠানো হয়েছিল তাদের সিংহভাগই বিকেএসপির। সারা বছর অনুশীলন করেন তারা। অথচ আগের সাফল্য ধরে রাখতে পারেননি তারা। নেপালের এই মিশনে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির চোখ এখন সাউথ এশিয়ান গেমসে। আগামী বছরের শুরুতে পাকিস্তানে হতে যাওয়া এই গেমস সামনে রেখে ভালো প্রস্তুতির কথা বলছেন ফেডারেশনের কর্মকর্তারা।