ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

যে রেকর্ড গড়ল ‘জংলি’ সিনেমা

  • আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে অল্প কিছু হলে কমসংখ্যক শো নিয়ে মুক্তি পায় সিয়াম আহমেদের ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশির ভাগ শো হাউসফুল ছিল। অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। দর্শকচাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে। শুধু তাই নয়, সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দর্শকেরা পছন্দ করেছেন। সেই ধারাবাহিকতায় ২৬তম দিনে এসে সিনেমাটি গড়েছে এক রেকর্ড। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড করেছে ‘জংলি’। এদিন বিশ্বব্যাপী ‘জংলি’ আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা; যা এখন পর্যন্ত এক দিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। খবরটি জানিয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা- সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সব মিলিয়ে ‘জংলি’র গ্রস কালেকশন প্রায় ৩৫.১১ লাখ টাকা!’ একদিনে এটাই ছবিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড। সিয়াম মনে করছেন দর্শকের এ ভালোবাসায়, ‘জংলি’ সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে।

এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম ছাড়াও অনান্য চরিত্রে অভিনয় করেছেন- বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে- মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের মতোই বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যে রেকর্ড গড়ল ‘জংলি’ সিনেমা

আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে অল্প কিছু হলে কমসংখ্যক শো নিয়ে মুক্তি পায় সিয়াম আহমেদের ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশির ভাগ শো হাউসফুল ছিল। অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। দর্শকচাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে। শুধু তাই নয়, সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দর্শকেরা পছন্দ করেছেন। সেই ধারাবাহিকতায় ২৬তম দিনে এসে সিনেমাটি গড়েছে এক রেকর্ড। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড করেছে ‘জংলি’। এদিন বিশ্বব্যাপী ‘জংলি’ আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা; যা এখন পর্যন্ত এক দিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। খবরটি জানিয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা- সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সব মিলিয়ে ‘জংলি’র গ্রস কালেকশন প্রায় ৩৫.১১ লাখ টাকা!’ একদিনে এটাই ছবিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড। সিয়াম মনে করছেন দর্শকের এ ভালোবাসায়, ‘জংলি’ সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে।

এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম ছাড়াও অনান্য চরিত্রে অভিনয় করেছেন- বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে- মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের মতোই বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।