ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পছন্দের পণ্য খোঁজাসহ কিনেও দেবে চ্যাটজিপিটি

  • আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। শুধু তাই নয়; ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ, কবিতাসহ ই-মেইলের খসড়াও লিখে দেয় চ্যাটবটটি। আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন অনেকেই। এবার চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু হতে যাচ্ছে। এ সুবিধা চালু হলে অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কিনেও দেবে চ্যাটজিপিটি।

অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার সুযোগ চালুর জন্য জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। এই চুক্তি হলে চ্যাটজিপিটির মাধ্যমেই অনলাইন থেকে নিজেদের পছন্দের পণ্য খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, চাইলে সরাসরি অর্ডারও দিতে পারবেন।
শপিফাই হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্ম; যার মাধ্যমে লক্ষাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের পণ্য বিক্রি করে থাকেন। চ্যাটজিপিটির সঙ্গে শপিফাইয়ের চুক্তি হলে ব্যবসায়ীরা বর্তমানের তুলনায় আরও বেশিসংখ্যক ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য কেনার সুপারিশ পাওয়া যায়। নতুন এই সুবিধা চালু হলে চ্যাটজিপিটি সরাসরি ব্যবহারকারীদের টেক্সট প্রম্পটের ভিত্তিতে নির্দিষ্ট পণ্যের তালিকা প্রদর্শন করবে।

বাজার বিশ্লেষকদের মতে, মেটা ও গুগলের পাশাপাশি ওপেনএআই এখন এআইনির্ভর অনলাইন কেনাকাটায় নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। ওপেনএআই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও শিগগিরই চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু হতে পারে। সূত্র: নিউজ১৮।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পছন্দের পণ্য খোঁজাসহ কিনেও দেবে চ্যাটজিপিটি

আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। শুধু তাই নয়; ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ, কবিতাসহ ই-মেইলের খসড়াও লিখে দেয় চ্যাটবটটি। আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন অনেকেই। এবার চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু হতে যাচ্ছে। এ সুবিধা চালু হলে অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কিনেও দেবে চ্যাটজিপিটি।

অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার সুযোগ চালুর জন্য জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। এই চুক্তি হলে চ্যাটজিপিটির মাধ্যমেই অনলাইন থেকে নিজেদের পছন্দের পণ্য খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, চাইলে সরাসরি অর্ডারও দিতে পারবেন।
শপিফাই হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্ম; যার মাধ্যমে লক্ষাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের পণ্য বিক্রি করে থাকেন। চ্যাটজিপিটির সঙ্গে শপিফাইয়ের চুক্তি হলে ব্যবসায়ীরা বর্তমানের তুলনায় আরও বেশিসংখ্যক ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য কেনার সুপারিশ পাওয়া যায়। নতুন এই সুবিধা চালু হলে চ্যাটজিপিটি সরাসরি ব্যবহারকারীদের টেক্সট প্রম্পটের ভিত্তিতে নির্দিষ্ট পণ্যের তালিকা প্রদর্শন করবে।

বাজার বিশ্লেষকদের মতে, মেটা ও গুগলের পাশাপাশি ওপেনএআই এখন এআইনির্ভর অনলাইন কেনাকাটায় নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। ওপেনএআই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও শিগগিরই চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু হতে পারে। সূত্র: নিউজ১৮।