ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কান উৎসবে লড়বে আদনানের ‘আলী’

  • আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান-এর ৭৮তম আসরে এবার স্থান পেল বাংলাদেশ। সেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। এর মাধ্যমে কান উৎসবে বিভাগীয় প্রতিযোগীতায় প্রথমবারের মতো নাম উঠল বাংলাদেশের। গেল শুক্রবার এই বিভাগের কম্পিটিশনে থাকা ১১টি সিনেমার নাম প্রকাশ করা হয়। এর মধ্যে কল্পকাহিনীভিত্তিক ছবি রয়েছে ৯টি আর রয়েছে ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি। যার মধ্যে তালিকায় রয়েছে আদনানের ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।
এমন একটি অর্জন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের আনন্দিত করবেই, এবং এটি তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রযোজক তানভীর হোসেন।

এবং নির্মাতা আদনান আল রাজীব জানিয়েছেন, বিশেষ কিছু শর্ত থাকায় সিনেমাটি নিয়ে তারা খুব বেশি কিছু প্রকাশ করতে পারেননি, কারণ এতে বিশেষ কিছু শর্ত রয়েছে। এদিকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ খবরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু খবর আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমনই একটি খবর। আদনান আমাকে ফোন করে জানালো তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কানে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। যেকোনো বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই অর্জন আমাকেও সমানভাবে খুশি করে। কিন্তু যখন সেই অর্জন আপনার পরিবারের কারও হয়, তখন আপনি আবেগ লুকাতে পারবেন না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কান উৎসবে লড়বে আদনানের ‘আলী’

আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান-এর ৭৮তম আসরে এবার স্থান পেল বাংলাদেশ। সেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। এর মাধ্যমে কান উৎসবে বিভাগীয় প্রতিযোগীতায় প্রথমবারের মতো নাম উঠল বাংলাদেশের। গেল শুক্রবার এই বিভাগের কম্পিটিশনে থাকা ১১টি সিনেমার নাম প্রকাশ করা হয়। এর মধ্যে কল্পকাহিনীভিত্তিক ছবি রয়েছে ৯টি আর রয়েছে ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি। যার মধ্যে তালিকায় রয়েছে আদনানের ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।
এমন একটি অর্জন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের আনন্দিত করবেই, এবং এটি তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রযোজক তানভীর হোসেন।

এবং নির্মাতা আদনান আল রাজীব জানিয়েছেন, বিশেষ কিছু শর্ত থাকায় সিনেমাটি নিয়ে তারা খুব বেশি কিছু প্রকাশ করতে পারেননি, কারণ এতে বিশেষ কিছু শর্ত রয়েছে। এদিকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ খবরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু খবর আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমনই একটি খবর। আদনান আমাকে ফোন করে জানালো তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কানে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। যেকোনো বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই অর্জন আমাকেও সমানভাবে খুশি করে। কিন্তু যখন সেই অর্জন আপনার পরিবারের কারও হয়, তখন আপনি আবেগ লুকাতে পারবেন না।’