ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শ্রমিকদের দুর্বল করা কেউ যেন রাষ্ট্রীয় পদ না পায়: আখতার

  • আপডেট সময় : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা শ্রমিকদের কর্মস্থলে দুর্বল করে রাখে, তাদের পক্ষে কথা বলার সুযোগ দেয় না, কোনোভাবেই রাষ্ট্রীয় পদ-পদবী এবং জনগণের প্রতিনিধিত্ব করার জায়গায় যেন তাদের দেওয়া না হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারে রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে ১৩-২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, এনসিপি বাংলাদেশে নতুন করে রাজনীতির বন্দোবস্ত নির্মাণ করতে চায়। শ্রমিকদের হিস্যা ন্যায্যভাবে আদায় করার জন্য জাতীয় নাগরিক পার্টি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাবে। তিনি বলেন, এনসিপি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য তাদের স্বার্থে শ্রমিক উইং গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে আমরা সমন্বয়ক একটি কমিটি করেছি। আপনাদের কাছে আহ্বান থাকবে দেশের শ্রমিক জনতার পক্ষে কথা বলার জন্য, তাদের দাবি-দাওয়া আদায় করার জন্য অবশ্যই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন।

আখতার হোসেন বলেন, ২৪ এপ্রিল জাতীয় শ্রমিক দিবসে সব গার্মেন্টস প্রতিষ্ঠানসহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। সরকারের পক্ষ থেকে রিপোর্ট পেশ করতে হবে কোথায় কোথায় বিগত ১ বছরে ব্যবস্থা গ্রহণ করেছে। যে ঝুঁকিপূর্ণ শ্রমিক পরিবেশ রয়েছে, কর্মস্থল রয়েছে সেগুলোর মধ্যে কোনগুলোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই তালিকা পরিষ্কার করতে হবে। এনসিপির সদস্য সচিব বলেন, রানা প্লাজার ঘটনায় যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন সেই সব শ্রমিকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক উইংয়ে প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির, স্থানীয় নেতাকর্মীসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্রমিকদের দুর্বল করা কেউ যেন রাষ্ট্রীয় পদ না পায়: আখতার

আপডেট সময় : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাভার (ঢাকা) সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা শ্রমিকদের কর্মস্থলে দুর্বল করে রাখে, তাদের পক্ষে কথা বলার সুযোগ দেয় না, কোনোভাবেই রাষ্ট্রীয় পদ-পদবী এবং জনগণের প্রতিনিধিত্ব করার জায়গায় যেন তাদের দেওয়া না হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারে রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে ১৩-২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, এনসিপি বাংলাদেশে নতুন করে রাজনীতির বন্দোবস্ত নির্মাণ করতে চায়। শ্রমিকদের হিস্যা ন্যায্যভাবে আদায় করার জন্য জাতীয় নাগরিক পার্টি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাবে। তিনি বলেন, এনসিপি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য তাদের স্বার্থে শ্রমিক উইং গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে আমরা সমন্বয়ক একটি কমিটি করেছি। আপনাদের কাছে আহ্বান থাকবে দেশের শ্রমিক জনতার পক্ষে কথা বলার জন্য, তাদের দাবি-দাওয়া আদায় করার জন্য অবশ্যই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন।

আখতার হোসেন বলেন, ২৪ এপ্রিল জাতীয় শ্রমিক দিবসে সব গার্মেন্টস প্রতিষ্ঠানসহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। সরকারের পক্ষ থেকে রিপোর্ট পেশ করতে হবে কোথায় কোথায় বিগত ১ বছরে ব্যবস্থা গ্রহণ করেছে। যে ঝুঁকিপূর্ণ শ্রমিক পরিবেশ রয়েছে, কর্মস্থল রয়েছে সেগুলোর মধ্যে কোনগুলোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই তালিকা পরিষ্কার করতে হবে। এনসিপির সদস্য সচিব বলেন, রানা প্লাজার ঘটনায় যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন সেই সব শ্রমিকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক উইংয়ে প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির, স্থানীয় নেতাকর্মীসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।