ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলার ভাবনায় দলে তানভির

  • আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সিলেট থেকে চট্টগ্রামে যেতে যেতে বদলে যাচ্ছে বাংলাদেশ দলের পরিবল্পনাও। সিলেটে সহায়ক কন্ডিশনের তেমন ফায়দা নিতে পারেনি বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা ছাড়া বাকি দুজন পাননি তেমন সাফল্য। পরের ম্যাচে বদলে যাচ্ছে কৌশল। বাড়তি স্পিনার নিয়ে খেলায় ভাবনায় চট্টগ্রাম টেস্টের দলে নেওয়া হয়েছে তানভির ইসলামকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার ছাড়পত্র পাওয়ায় প্রথম টেস্টের পর নাহিদ রানার চলে যাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই। কিন্তু তার জায়গায় কোনো পেসার না নিয়ে বাঁহাতি স্পিনার তানভিরকে নিয়েছেন নির্বাচকরা। চট্টগ্রামের উইকেটের সম্ভাব্য চরিত্র ও বাংলাদেশের বোলিং আক্রমণের সম্ভাব্য ছবি ফুটে উঠছে এতে। অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সেই আভাস দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। “সবকিছুর স্ট্র্যাটেজিক ব্যাখ্যা আসলে আমাদের জায়গা থেকে দিতে পারব না। কিছু পরিবর্তন এমনিতেই বোঝা যায়। নাহিদ রানার জায়গায় আরেকজন পেসার নেওয়া হয়নি। তার মানে, এটি পরোক্ষ বার্তা যে সামনের টেস্টে দুই পেসার নিয়ে খেলব। তাহলে একাদশে স্পিনার বাড়বে একজন।”

প্রথম টেস্টের স্কোয়াডে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ সঙ্গে ছিলেন নাঈম হাসান। নতুন করে আরেকজন স্পিনার নেওয়ার ব্যাখ্যা দিলেন গাজী আশরাফ। “স্কোয়াডে আগেই একজন স্পিনার আছে। কিন্তু কনকাশন বদলি বা অনুশীলনের সময় কারও চোটের শঙ্কাই হোক, একজন বিকল্প থাকা উচিত। এর আগে আমরা হাসান মুরাদকে ক্যারি করেছি।” “মাঝে হাতের চিড়ের কারণে তানভির বাইরে ছিল। মুরাদকেও আমরা তৈরি করছি। লাল বলে তাকে দারুণ প্রতিভা মনে করি আমরা। তাকেও (মুরাদ) নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দেখা যাবে।” গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তাইজুলের সঙ্গে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ছিলেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের স্পিনের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাকে অনেক দিন ধরেই। কিন্তু চলতি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয় তাকে। দ্বিতীয় টেস্টেও তাকে না ফিরিয়ে নেওয়া হলো তানভিরকে, যাকে এতদিন মূলত সীমিত ওভারের জন্য বিবেচনা করা হয়েছে।

নির্বাচকদের মনে হয়েছে, তানভির এখন টেস্টে বেশি কার্যকর হতে পারেন। “তানভিরের লুপ, ফ্লাইট দেওয়ার সামর্থ্য তুলনামূলক ভালো মনে হয়েছে। আমরা মনে করি, সে তুলনামূলক ভালো বিকল্প হবে। হাসান মুরাদও খুব কাছাকাছি থাকবে। তবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে, যদি কোনো কারণে লাগে… কারণ প্রথম টেস্টে তাইজুল নিজের সেরা বোলিংটা করতে পারেনি। আশা করি, সে ঘুরে দাঁড়াবে। তবে কোনো কারণে যদি লাগে, তানভিরকেই সম্ভাব্য বিকল্প মনে হয়েছে।” তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। ওই সিরিজে মুরাদকে রাখা হবে জানিয়ে গাজী আশরাফ নিশ্চিত করে দিলেন চট্টগ্রাম টেস্টে তানভিরের অভিষেকের সম্ভাবনা তেমন নেই। “হাসান মুরাদকে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দেখতে পাবেন। সেখানে স্ট্রাইক বোলার হবে সে। আর এখানে মূলত তানভিরকে মূলত বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। যদি দরকার পড়ে তাহলে সেও আন্তর্জাতিক মানের বোলিং করার জন্য প্রস্তুত আছে। আর মুরাদকে ক্ষেত্রে আরও কিছু দিন পর্যবেক্ষণ করতে চাই আমরা।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলার ভাবনায় দলে তানভির

আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: সিলেট থেকে চট্টগ্রামে যেতে যেতে বদলে যাচ্ছে বাংলাদেশ দলের পরিবল্পনাও। সিলেটে সহায়ক কন্ডিশনের তেমন ফায়দা নিতে পারেনি বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা ছাড়া বাকি দুজন পাননি তেমন সাফল্য। পরের ম্যাচে বদলে যাচ্ছে কৌশল। বাড়তি স্পিনার নিয়ে খেলায় ভাবনায় চট্টগ্রাম টেস্টের দলে নেওয়া হয়েছে তানভির ইসলামকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার ছাড়পত্র পাওয়ায় প্রথম টেস্টের পর নাহিদ রানার চলে যাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই। কিন্তু তার জায়গায় কোনো পেসার না নিয়ে বাঁহাতি স্পিনার তানভিরকে নিয়েছেন নির্বাচকরা। চট্টগ্রামের উইকেটের সম্ভাব্য চরিত্র ও বাংলাদেশের বোলিং আক্রমণের সম্ভাব্য ছবি ফুটে উঠছে এতে। অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সেই আভাস দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। “সবকিছুর স্ট্র্যাটেজিক ব্যাখ্যা আসলে আমাদের জায়গা থেকে দিতে পারব না। কিছু পরিবর্তন এমনিতেই বোঝা যায়। নাহিদ রানার জায়গায় আরেকজন পেসার নেওয়া হয়নি। তার মানে, এটি পরোক্ষ বার্তা যে সামনের টেস্টে দুই পেসার নিয়ে খেলব। তাহলে একাদশে স্পিনার বাড়বে একজন।”

প্রথম টেস্টের স্কোয়াডে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ সঙ্গে ছিলেন নাঈম হাসান। নতুন করে আরেকজন স্পিনার নেওয়ার ব্যাখ্যা দিলেন গাজী আশরাফ। “স্কোয়াডে আগেই একজন স্পিনার আছে। কিন্তু কনকাশন বদলি বা অনুশীলনের সময় কারও চোটের শঙ্কাই হোক, একজন বিকল্প থাকা উচিত। এর আগে আমরা হাসান মুরাদকে ক্যারি করেছি।” “মাঝে হাতের চিড়ের কারণে তানভির বাইরে ছিল। মুরাদকেও আমরা তৈরি করছি। লাল বলে তাকে দারুণ প্রতিভা মনে করি আমরা। তাকেও (মুরাদ) নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দেখা যাবে।” গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তাইজুলের সঙ্গে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ছিলেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের স্পিনের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাকে অনেক দিন ধরেই। কিন্তু চলতি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয় তাকে। দ্বিতীয় টেস্টেও তাকে না ফিরিয়ে নেওয়া হলো তানভিরকে, যাকে এতদিন মূলত সীমিত ওভারের জন্য বিবেচনা করা হয়েছে।

নির্বাচকদের মনে হয়েছে, তানভির এখন টেস্টে বেশি কার্যকর হতে পারেন। “তানভিরের লুপ, ফ্লাইট দেওয়ার সামর্থ্য তুলনামূলক ভালো মনে হয়েছে। আমরা মনে করি, সে তুলনামূলক ভালো বিকল্প হবে। হাসান মুরাদও খুব কাছাকাছি থাকবে। তবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে, যদি কোনো কারণে লাগে… কারণ প্রথম টেস্টে তাইজুল নিজের সেরা বোলিংটা করতে পারেনি। আশা করি, সে ঘুরে দাঁড়াবে। তবে কোনো কারণে যদি লাগে, তানভিরকেই সম্ভাব্য বিকল্প মনে হয়েছে।” তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। ওই সিরিজে মুরাদকে রাখা হবে জানিয়ে গাজী আশরাফ নিশ্চিত করে দিলেন চট্টগ্রাম টেস্টে তানভিরের অভিষেকের সম্ভাবনা তেমন নেই। “হাসান মুরাদকে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দেখতে পাবেন। সেখানে স্ট্রাইক বোলার হবে সে। আর এখানে মূলত তানভিরকে মূলত বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। যদি দরকার পড়ে তাহলে সেও আন্তর্জাতিক মানের বোলিং করার জন্য প্রস্তুত আছে। আর মুরাদকে ক্ষেত্রে আরও কিছু দিন পর্যবেক্ষণ করতে চাই আমরা।”