ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

  • আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে ভারতীয় দলের সাবেক ব্যাটারকে এই হুমকি দেয় ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন।
হত্যার হুমকি পেয়ে আতঙ্কিত গম্ভীর পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন এবং নিজের ও পরিবারের জন্য নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে তাগিদ দেন। ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে দিল্লি পুলিশ। এই প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গম্ভীরকে এমন দিনে হত্যা হুমকির দেওয়া হয়, যেদিন ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত ও বহু আহত হয়েছেন।

গেল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে প্রথম মেইল পান গম্ভীর। এরপর সন্ধ্যায় দেওয়া আরেকটি মেইল। দু্টেিতই লেখা- ‘আমি তোমাকে খুন করবো।’ এরপরই পুলিশের দ্বারস্থ হন গম্ভীর। হুমকি পাওয়া ওই মেইলের স্ক্রিনশর্ট নিয়ে দিল্লি রাজিন্দরনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। এরপর থেকেই ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক এই সংসদ সদস্যের নিরাপত্তা নিয়ে বাড়তি গুরুত্বারোপ করছে পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে ভারতীয় দলের সাবেক ব্যাটারকে এই হুমকি দেয় ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন।
হত্যার হুমকি পেয়ে আতঙ্কিত গম্ভীর পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন এবং নিজের ও পরিবারের জন্য নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে তাগিদ দেন। ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে দিল্লি পুলিশ। এই প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গম্ভীরকে এমন দিনে হত্যা হুমকির দেওয়া হয়, যেদিন ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত ও বহু আহত হয়েছেন।

গেল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে প্রথম মেইল পান গম্ভীর। এরপর সন্ধ্যায় দেওয়া আরেকটি মেইল। দু্টেিতই লেখা- ‘আমি তোমাকে খুন করবো।’ এরপরই পুলিশের দ্বারস্থ হন গম্ভীর। হুমকি পাওয়া ওই মেইলের স্ক্রিনশর্ট নিয়ে দিল্লি রাজিন্দরনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। এরপর থেকেই ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক এই সংসদ সদস্যের নিরাপত্তা নিয়ে বাড়তি গুরুত্বারোপ করছে পুলিশ।