ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শীর্ষ ধনীর মুকুট হারালেন টেইলর সুইফট

  • আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বিশ্বের সংগীত তারকাদের মধ্যে হাজার কোটি ডলারের মালিক বা বিলিয়নিয়ারের সংখ্যা একেবারেই হাতে গোনা। সেই তালিকায় আছেন পপ তারকা টেইলর সুইফট। সবচেয়ে কমবয়সী নারী বিলিয়নিয়ার হিসেবেও মুকুটটা ছিল তারই মাথায়। সেই মুকুট এবার হাতছাড়া হয়েছে তার। তাকে টপকে কমবয়সী নারী বিলিয়নিয়ারের খেতাব এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা লুসি গুও’র দখলে। ১৭ এপ্রিল ফোর্বস জানায়, ৩০ বছর বয়সী এই তরুণী টেইলল সুইফটকে সরিয়ে সেই জায়গা দখল করেছেন। ২০২৩ সাল থেকে এই মুকুটের অধিকারী ছিলেন ৩৫ বছর বয়সী সুইফট।

সুইফটের বর্তমান সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। মূলত তার রেকর্ড-ব্রেকিং ‘ইরাস ট্যুর’, গানের ক্যাটালগ এবং রিয়েল এস্টেট বিনিয়োগের বদৌলতে বিশাল এই সম্পদের মালিক হয়েছেন তিনি। তবে প্রযুক্তিভিত্তিক সংস্থা স্কেল এআই–এর সহপ্রতিষ্ঠাতা গুও’র সম্পদের পরিমাণ এখন ১.২৫ বিলিয়ন ডলার। এটি মূলত স্টার্টআপের বিস্ময়কর উত্থানের ফল। লুসি গুও মাত্র ২১ বছর বয়সে স্কেল এআই শুরু করেন আলেক্সান্ড্র ওয়াংয়ের সঙ্গে। বর্তমানে এই কোম্পানির বাজারমূল্য ২৫ বিলিয়ন ডলার। যা ২০২৪ সালের মে মাসে ছিল ১৩.৮ বিলিয়ন ডলার। এক বছরে এটি প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। গুও বর্তমানে কোম্পানির প্রায় ৫% শেয়ারের মালিক। যদিও তিনি ২০১৮ সালে কোম্পানি থেকে সরে যান।

টেইলরকে সরিয়ে অল্পবয়সী বিলিয়নিয়ার হওয়ার অভিজ্ঞতা কেমন, জানতে চাইলে ফোর্বসকে মজা করে গুও বলেন, ‘আমি এ নিয়ে খুব একটা ভাবি না। কাগজে-কলমে বিলিয়নিয়ার হওয়া একটু পাগলামি মনে হয়।’ এদিকে টেইলর সুইফট বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। রিহানার ১.৪ বিলিয়ন ডলারের সম্পদকেও ছাড়িয়ে গেছেন তিনি। তার ‘ইরাস ট্যুর’ ১৪৯টি সোল্ড-আউট শো থেকে আয় করেছে ২ বিলিয়নেরও বেশি, যা ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক ট্যুর। টেইলর সুইফট সংগীতজগতে কঠোর পরিশ্রম আর গুওর প্রযুক্তিভিত্তিক নবউদ্যোগে আকাশ ছোঁয়া সাফল্য দিয়ে প্রমাণ করেছেন- লিঙ্গ বা বয়স নয়, সাফল্যের সংজ্ঞা নির্ধারিত হয় করে মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও আত্মবিশ্বাসের উপর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শীর্ষ ধনীর মুকুট হারালেন টেইলর সুইফট

আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: বিশ্বের সংগীত তারকাদের মধ্যে হাজার কোটি ডলারের মালিক বা বিলিয়নিয়ারের সংখ্যা একেবারেই হাতে গোনা। সেই তালিকায় আছেন পপ তারকা টেইলর সুইফট। সবচেয়ে কমবয়সী নারী বিলিয়নিয়ার হিসেবেও মুকুটটা ছিল তারই মাথায়। সেই মুকুট এবার হাতছাড়া হয়েছে তার। তাকে টপকে কমবয়সী নারী বিলিয়নিয়ারের খেতাব এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা লুসি গুও’র দখলে। ১৭ এপ্রিল ফোর্বস জানায়, ৩০ বছর বয়সী এই তরুণী টেইলল সুইফটকে সরিয়ে সেই জায়গা দখল করেছেন। ২০২৩ সাল থেকে এই মুকুটের অধিকারী ছিলেন ৩৫ বছর বয়সী সুইফট।

সুইফটের বর্তমান সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। মূলত তার রেকর্ড-ব্রেকিং ‘ইরাস ট্যুর’, গানের ক্যাটালগ এবং রিয়েল এস্টেট বিনিয়োগের বদৌলতে বিশাল এই সম্পদের মালিক হয়েছেন তিনি। তবে প্রযুক্তিভিত্তিক সংস্থা স্কেল এআই–এর সহপ্রতিষ্ঠাতা গুও’র সম্পদের পরিমাণ এখন ১.২৫ বিলিয়ন ডলার। এটি মূলত স্টার্টআপের বিস্ময়কর উত্থানের ফল। লুসি গুও মাত্র ২১ বছর বয়সে স্কেল এআই শুরু করেন আলেক্সান্ড্র ওয়াংয়ের সঙ্গে। বর্তমানে এই কোম্পানির বাজারমূল্য ২৫ বিলিয়ন ডলার। যা ২০২৪ সালের মে মাসে ছিল ১৩.৮ বিলিয়ন ডলার। এক বছরে এটি প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। গুও বর্তমানে কোম্পানির প্রায় ৫% শেয়ারের মালিক। যদিও তিনি ২০১৮ সালে কোম্পানি থেকে সরে যান।

টেইলরকে সরিয়ে অল্পবয়সী বিলিয়নিয়ার হওয়ার অভিজ্ঞতা কেমন, জানতে চাইলে ফোর্বসকে মজা করে গুও বলেন, ‘আমি এ নিয়ে খুব একটা ভাবি না। কাগজে-কলমে বিলিয়নিয়ার হওয়া একটু পাগলামি মনে হয়।’ এদিকে টেইলর সুইফট বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। রিহানার ১.৪ বিলিয়ন ডলারের সম্পদকেও ছাড়িয়ে গেছেন তিনি। তার ‘ইরাস ট্যুর’ ১৪৯টি সোল্ড-আউট শো থেকে আয় করেছে ২ বিলিয়নেরও বেশি, যা ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক ট্যুর। টেইলর সুইফট সংগীতজগতে কঠোর পরিশ্রম আর গুওর প্রযুক্তিভিত্তিক নবউদ্যোগে আকাশ ছোঁয়া সাফল্য দিয়ে প্রমাণ করেছেন- লিঙ্গ বা বয়স নয়, সাফল্যের সংজ্ঞা নির্ধারিত হয় করে মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও আত্মবিশ্বাসের উপর।