ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ভুটানের সঙ্গে কৃষিপণ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা

  • আপডেট সময় : ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ফল, সবজি, মসলাসহ বেশ কিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিল কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাতসমূহ নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতারা। ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদলে নেতৃত্ব দেন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিস (আরএএমসিও)-এর রিজিওনাল ডিরেক্টর দাওয়া ডাকপা।

এসময় এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এম. আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে কৃষিপণ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা

আপডেট সময় : ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ফল, সবজি, মসলাসহ বেশ কিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিল কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাতসমূহ নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতারা। ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদলে নেতৃত্ব দেন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিস (আরএএমসিও)-এর রিজিওনাল ডিরেক্টর দাওয়া ডাকপা।

এসময় এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এম. আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুন।