ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

৪০ শট নিয়ে ১ গোলে জিতল বার্সেলোনা

  • আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ডেস্ক: ভীষণ ব্যস্ত সূচির মধ্েয প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সুযোগটা নিলেন হান্সি ফ্লিক। খেলার ধরনে তাতে খুব একটা প্রভাব পড়ল না। আক্রমণের জোয়ারে ভীষণ চাপে রাখল মায়োর্কাকে। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় দেখা মিলছিল না গোলের। দ্বিতীয়ার্ধে ত্রাতা হয়ে এলেন দানি ওলমো। স্বস্তির জয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ফ্লিকের দল। রেয়াল মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রেয়াল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম্যাচে রেয়ালের ৬৯। মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার দাপটের চিত্র পরিসংখ্যানেও স্পষ্ট। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টি ছিল লক্ষ্েয, যার ১২টি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান। অন্য দিকে সফরকারীরা চার শটের কোনোটিই লক্ষ্েয রাখতে পারেনি। সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচ থেকে ৭টি পরিবর্তন আনেন ফ্লিক। ছয় মাসের মধ্েয প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। বাইরে থাকেন রাফিনিয়াসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন।

ঘরের মাঠে দ্বাদশ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। ডি বক্সের বাইরে থেকে ফেররান তরেসের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক রোমান। ফিরতি বলে লামিনে ইয়ামালের শটও ব্যর্থ করে দেন তিনি। সাত মিনিট পর এক্তর ফোর্তের শট কর্নারের বিনিময়ে ফেরান রোমান। কর্নারে হেড লক্ষ্েয রাখতে পারেননি তরেস। তিনি ছেড়ে দিলেই সুযোগ পেতেন রোনাল্দ আরাউহো, পেছনে আরও ভালো জায়গায় ছিলেন উরুগুয়ে ডিফেন্ডার।
২৭তম মিনিটে ইয়ামালের দুর্দান্তে পাসে সুযোগ পান ওলমো। স্প্যানিশ মিডফিল্ডারের শট ঝাপিয়ে ব্যর্থ করে দেন মায়োর্কা গোলরক্ষক। দুই মিনিট পর গাভির শট মায়োর্কার একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে। পরের মিনিটে ইয়ামালের শট রোমান ঝাঁপিয়ে ফেরানোর পর বিপজ্জনক জায়গা বল পেয়ে যান আরাউহো। কিন্তু তিনি শট লক্ষ্েয রাখতে পারেননি। ৩১তম মিনিটে এরিক গার্সিয়ার শট পা দিয়ে ঠেকান মায়োর্কা গোলরক্ষক।

ফিরতি বলে ওলমোর শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৪১তম মিনিটে ১৫ সেকেন্ডের মধ্েয বার্সেলোনার চারটি শট ঠেকিয়ে দেয় মায়োর্কা। দুটি সেভ করেন গোলরক্ষক, বাকি দুটি ব্লক করেন দুই জন ডিফেন্ডার। তিন মিনিট পর পেদ্রির ডিফেন্স চেরা পাসে বল পেয়ে দুরূহ কোণ থেকে শট লক্ষ্েয রাখতে পারেননি ফাতি। ৪৫তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় মায়োর্কা। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। প্রথমার্ধে গোলের জন্য ২৪টি শট নেয় বার্সোলনা, এর ছয়টি ছিল লক্ষ্েয। তবুও মেলেনি গোল। মায়োর্কা গোলের জন্য এই সময়ে কোনো শটই করতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই শেষ হয় বার্সেলোনার অপেক্ষা। বিরতির পর নিজেদের প্রথম আক্রমণেই এগিয়ে যায় স্বাগতিকরা। গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান ওলমো। ব্লক করে পা বাড়িয়ে দিয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার। তার পায়ের ওপর দিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

৫০তম মিনিটে ফাতির গতিময় শট ঝাঁপিয়ে ঠেকান রোমান। পাঁচ মিনিট পর হুয়ান মোহিকার ফ্রি কিকে আন্তোনিও রাইয়োর হেড বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। গোলের জন্য ম্যাচে এটাই মায়োর্কার প্রথম শট। ৭৯তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। পেদ্রির রক্ষণ চেরা পাসে গোলরক্ষককে একা পান স্প্যানিশ তারকা। কিন্তু রোমানকে পার করতে পারেননি তিনি। পরের মিনিটে পাউ ভিক্তরের গতিময় শট ফেরান মায়োর্কা গোলরক্ষক। পরে ইয়ামালের শটও ব্যর্থ করে দেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের ভিক্তরের শট ফেরান রোমান। বাকি সময়ে বল দখলে রেখে কাটিয়ে দিয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৪০ শট নিয়ে ১ গোলে জিতল বার্সেলোনা

আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ডেস্ক: ভীষণ ব্যস্ত সূচির মধ্েয প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সুযোগটা নিলেন হান্সি ফ্লিক। খেলার ধরনে তাতে খুব একটা প্রভাব পড়ল না। আক্রমণের জোয়ারে ভীষণ চাপে রাখল মায়োর্কাকে। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় দেখা মিলছিল না গোলের। দ্বিতীয়ার্ধে ত্রাতা হয়ে এলেন দানি ওলমো। স্বস্তির জয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ফ্লিকের দল। রেয়াল মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রেয়াল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম্যাচে রেয়ালের ৬৯। মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার দাপটের চিত্র পরিসংখ্যানেও স্পষ্ট। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টি ছিল লক্ষ্েয, যার ১২টি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান। অন্য দিকে সফরকারীরা চার শটের কোনোটিই লক্ষ্েয রাখতে পারেনি। সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচ থেকে ৭টি পরিবর্তন আনেন ফ্লিক। ছয় মাসের মধ্েয প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। বাইরে থাকেন রাফিনিয়াসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন।

ঘরের মাঠে দ্বাদশ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। ডি বক্সের বাইরে থেকে ফেররান তরেসের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক রোমান। ফিরতি বলে লামিনে ইয়ামালের শটও ব্যর্থ করে দেন তিনি। সাত মিনিট পর এক্তর ফোর্তের শট কর্নারের বিনিময়ে ফেরান রোমান। কর্নারে হেড লক্ষ্েয রাখতে পারেননি তরেস। তিনি ছেড়ে দিলেই সুযোগ পেতেন রোনাল্দ আরাউহো, পেছনে আরও ভালো জায়গায় ছিলেন উরুগুয়ে ডিফেন্ডার।
২৭তম মিনিটে ইয়ামালের দুর্দান্তে পাসে সুযোগ পান ওলমো। স্প্যানিশ মিডফিল্ডারের শট ঝাপিয়ে ব্যর্থ করে দেন মায়োর্কা গোলরক্ষক। দুই মিনিট পর গাভির শট মায়োর্কার একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে। পরের মিনিটে ইয়ামালের শট রোমান ঝাঁপিয়ে ফেরানোর পর বিপজ্জনক জায়গা বল পেয়ে যান আরাউহো। কিন্তু তিনি শট লক্ষ্েয রাখতে পারেননি। ৩১তম মিনিটে এরিক গার্সিয়ার শট পা দিয়ে ঠেকান মায়োর্কা গোলরক্ষক।

ফিরতি বলে ওলমোর শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৪১তম মিনিটে ১৫ সেকেন্ডের মধ্েয বার্সেলোনার চারটি শট ঠেকিয়ে দেয় মায়োর্কা। দুটি সেভ করেন গোলরক্ষক, বাকি দুটি ব্লক করেন দুই জন ডিফেন্ডার। তিন মিনিট পর পেদ্রির ডিফেন্স চেরা পাসে বল পেয়ে দুরূহ কোণ থেকে শট লক্ষ্েয রাখতে পারেননি ফাতি। ৪৫তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় মায়োর্কা। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। প্রথমার্ধে গোলের জন্য ২৪টি শট নেয় বার্সোলনা, এর ছয়টি ছিল লক্ষ্েয। তবুও মেলেনি গোল। মায়োর্কা গোলের জন্য এই সময়ে কোনো শটই করতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই শেষ হয় বার্সেলোনার অপেক্ষা। বিরতির পর নিজেদের প্রথম আক্রমণেই এগিয়ে যায় স্বাগতিকরা। গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান ওলমো। ব্লক করে পা বাড়িয়ে দিয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার। তার পায়ের ওপর দিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

৫০তম মিনিটে ফাতির গতিময় শট ঝাঁপিয়ে ঠেকান রোমান। পাঁচ মিনিট পর হুয়ান মোহিকার ফ্রি কিকে আন্তোনিও রাইয়োর হেড বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। গোলের জন্য ম্যাচে এটাই মায়োর্কার প্রথম শট। ৭৯তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। পেদ্রির রক্ষণ চেরা পাসে গোলরক্ষককে একা পান স্প্যানিশ তারকা। কিন্তু রোমানকে পার করতে পারেননি তিনি। পরের মিনিটে পাউ ভিক্তরের গতিময় শট ফেরান মায়োর্কা গোলরক্ষক। পরে ইয়ামালের শটও ব্যর্থ করে দেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের ভিক্তরের শট ফেরান রোমান। বাকি সময়ে বল দখলে রেখে কাটিয়ে দিয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।