বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম। অসাধারণ কণ্ঠস্বর ও সুরেলা গায়কীর জন্য তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক হিসেবে পরিচিত। এবার ফেক অ্যাকাউন্টের জন্য বিপাকে পড়েছে এ সংগীতশিল্পী। তার নামে অযথা নানা তথ্য ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, শিল্পীর নাম ব্যবহার করে অনেক ফেক অ্যাকাউন্টও খোলা হয়েছে। সম্প্রতি, একটি পোস্টে সোনু নিগম কড়া বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার কমিউনিটি নিয়ে। এক্স-এ কিছু অ্যাকাউন্ট তার নাম ও পরিচয় ব্যবহার করে খোলা হয়েছে। ভক্তদের সতর্ক থাকার উপদেশ দিয়ে তিনি লিখেছেন, ‘আমার নজরে এসেছে যে কেউ কেউ অনলাইনে আমার পরিচয়ের অপব্যবহার করছেন। দয়া করে মনে রাখবেন আমার টিমের কেউ কোনও কারণে আমার পক্ষ থেকে কারও সঙ্গে যোগাযোগ করেনি।’ ‘যদি কেউ নিজেকে আমার টিমের সদস্য বলে দাবি করেন এবং হঠাৎ আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে দয়া করে সাবধান হবেন।’
শুধু তাই নয়, ওই পোস্টে সনু উল্লেখ করেছেন, গত ৮ বছর তিনি এক্স-এ নেই। তারপরেও তার নামে তৈরি করা ভুয়ো অ্যাকাউন্ট থেকে নানা পোস্ট করা হয়। সনুর কথা, ‘আমি গত আট বছর ধরে টুইটার/এক্স-এ নেই। কিছু অ্যাকাউন্টের পোস্ট মানুষ আমার বলে মনে করতে পারে, সেগুলো আসলে অন্য কেউ চালাচ্ছে। প্রায়শই আমার নামে বিতর্কিত নানা পোস্টও করা হয়।’ অনলাইনের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি তার ভক্তদের পরামর্শ দেন যদি কখনও এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোনো রকম বার্তা পান, তবে তৎক্ষণাৎ রিপোর্ট করুন এবং ব্লক করুন।