ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

উইজডেনের বর্ষসেরা বুমরা

  • আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের বাইবেল ধরা হয় উইজডেনকে। তাদের চোখে ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। এর আনুষ্ঠানিক নাম হচ্ছে ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। ভারতের নারী দলের ব্যাটসম্যান স্মৃতি মান্ধানাকে মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এই ঘোষণা আসে। বুমরা ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সকল সংস্করণে। তিনি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে অনন্য অবদান রেখেছেন। এই পেসার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। তাছাড়া বুমরা গত বছরের ক্রিকেট ক্যালেন্ডারে ১৩ টেস্টে ৭১ উইকেট নেন। এটি ইতিহাসে মাত্র তৃতীয় ঘটনা, যখন কোনো বোলার এক ক্যালেন্ডার বছরে টেস্টে ৫০টির বেশি উইকেট নিয়েছেন ১৫ এর কম গড়ে।

এরআগে ১৯১২ সালে এস.এফ. বার্নস, ও ইমরান খান ১৯৮২ সালে এমন কীর্তি গড়েছিলেন।
বুমরার ব্যাপারে বলতে গিয়ে উইজডেন লিখে, “ভারতীয় ক্রিকেটের জন্য ঘটনাবহুল এক বছরে, তাদের সাফল্য অনেকাংশেই; বরং বলা যায় প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করেছিল একটি বিষয়ের ওপর: বুমরাহর হাতে বল ছিল কি না। খুব কম ক্রিকেটারই ২০২৪ সালে তার মতো করে এতটা প্রভাব বিস্তার করতে পেরেছে।” এই ভাষাতেই বর্ণনা করা হয়েছে এই ৩১ বছর বয়সী এই পেসারকে। বুমরা তাঁর যুগের সেরা বোলার হিসেবে বিবেচিত যিনি তিন ফরম্যাটেই সমান পারদর্শী। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা, যিনি ২০২৪ সালে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। যার মধ্যে চারটিই ছিল একদিনের আন্তর্জাতিক ম্যাচে। মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়ে, গত বছর প্রথমবারের মতো উইমেন্স প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়’ হিসেবে নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও সোফি একলস্টোনকে উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’ এর তালিকায় রাখা হয়েছে, তাদের সঙ্গে আছেন লিয়াম ডসন এবং ড্যান ওরালও। প্রতি বছর প্রকাশিত এই অ্যালম্যানাককে বলা হয় “ক্রিকেটের বাইবেল”। এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উইজডেনের বর্ষসেরা বুমরা

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের বাইবেল ধরা হয় উইজডেনকে। তাদের চোখে ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। এর আনুষ্ঠানিক নাম হচ্ছে ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। ভারতের নারী দলের ব্যাটসম্যান স্মৃতি মান্ধানাকে মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এই ঘোষণা আসে। বুমরা ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সকল সংস্করণে। তিনি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে অনন্য অবদান রেখেছেন। এই পেসার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। তাছাড়া বুমরা গত বছরের ক্রিকেট ক্যালেন্ডারে ১৩ টেস্টে ৭১ উইকেট নেন। এটি ইতিহাসে মাত্র তৃতীয় ঘটনা, যখন কোনো বোলার এক ক্যালেন্ডার বছরে টেস্টে ৫০টির বেশি উইকেট নিয়েছেন ১৫ এর কম গড়ে।

এরআগে ১৯১২ সালে এস.এফ. বার্নস, ও ইমরান খান ১৯৮২ সালে এমন কীর্তি গড়েছিলেন।
বুমরার ব্যাপারে বলতে গিয়ে উইজডেন লিখে, “ভারতীয় ক্রিকেটের জন্য ঘটনাবহুল এক বছরে, তাদের সাফল্য অনেকাংশেই; বরং বলা যায় প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করেছিল একটি বিষয়ের ওপর: বুমরাহর হাতে বল ছিল কি না। খুব কম ক্রিকেটারই ২০২৪ সালে তার মতো করে এতটা প্রভাব বিস্তার করতে পেরেছে।” এই ভাষাতেই বর্ণনা করা হয়েছে এই ৩১ বছর বয়সী এই পেসারকে। বুমরা তাঁর যুগের সেরা বোলার হিসেবে বিবেচিত যিনি তিন ফরম্যাটেই সমান পারদর্শী। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা, যিনি ২০২৪ সালে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। যার মধ্যে চারটিই ছিল একদিনের আন্তর্জাতিক ম্যাচে। মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়ে, গত বছর প্রথমবারের মতো উইমেন্স প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়’ হিসেবে নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও সোফি একলস্টোনকে উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’ এর তালিকায় রাখা হয়েছে, তাদের সঙ্গে আছেন লিয়াম ডসন এবং ড্যান ওরালও। প্রতি বছর প্রকাশিত এই অ্যালম্যানাককে বলা হয় “ক্রিকেটের বাইবেল”। এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে।