ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বিশ্বজুড়ে শত কোটি ডলারের সাইবারস্ক্যাম ক্যান্সার

  • আপডেট সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে শত শত কোটি ডলারের সাইবারস্ক্যাম বা জালিয়াতির ‘ক্যান্সার’ ছড়িয়ে পড়ছে এমন এক সতর্কবার্তা উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিযান চালিয়ে সাইবার অপরাধীদের কার্যকলাপ নিয়ন্ত্রণে না আসায় শত কোটি ডলারের সাইবার জালিয়াতি কাণ্ডের পেছনে থাকা এশীয় বিভিন্ন অপরাধ সিন্ডিকেট দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা’সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ দমন অফিস বা ইউএনওডিসি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে অপরাধ নেটওয়ার্কের উদ্ভব হয়েছে, সেখানে হাজার হাজার কর্মীর বাস। যাদের অনেকে বিশ্বজুড়ে পাচার ও প্রতারণার শিকার হতে বাধ্য হয়েছেন। আর এটি একটি পরিশীলিত বৈশ্বিক কার্যক্রমে পরিণত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সরকার দমন-পীড়ন জোরদার করলেও এসব সিন্ডিকেট ওই অঞ্চলের ভেতরে এবং বাইরেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে সংস্থাটি বলেছে, এদের অপরিবর্তনীয় বিস্তার ঘটেছেৃ বিভিন্ন অপরাধী গোষ্ঠীকে প্রয়োজন অনুসারে বাছাই, পছন্দ ও অন্য কোথাও পাঠানোর জন্য স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

ইউএনওডিসি’র আঞ্চলিক বিশ্লেষক জন ওজসিক বলেছেন, এটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবল একটি অঞ্চলেই এর চিকিৎসা করছে। তবে এর শিকড় অনেক গভীরে, যা কখনই দেখা যায় না; কেবল জায়গা বদলায়।

ইউএনওডিসি বলছে, বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বড় আকারের শত শত জালিয়াতি কোম্পানি, যা থেকে বছরে শত শত কোটি ডলার মুনাফা করছে তারা। এসব সাইবারস্ক্যাম ঠেকাতে বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করার ও এসব চক্রের অর্থায়নে বাধা দেওয়ার জোরদার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।

ওজসিক বলেছেন, আঞ্চলিক সাইবার জালিয়াতি শিল্প… অন্যান্য আন্তর্জাতিক অপরাধকেও ছাড়িয়ে গেছে। কারণ এটি সহজেই বাড়তে পারে এবং সীমান্ত পেরিয়ে অবৈধ পণ্য পরিবহন বা পাচারের প্রয়োজন ছাড়াই অনলাইনে লাখ লাখ সম্ভাব্য ভুক্তভোগীর কাছে পৌঁছে যেতে পারে এরা।

২০২৩ সালে ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র একাই পাচঁশ ৬০ কোটি ডলারেরও বেশি ক্ষতির কথা বলেছে। যার মধ্যে রয়েছে ৪০ লাখ ডলারেরও বেশি ‘পিগ স্ক্যাম’ বা রোমান্স স্ক্যাম। এসব সাইবার জালিয়াতিকে তৈরিই করা হয়েছে বয়স্ক ও দুর্বল ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি

বিশ্বজুড়ে শত কোটি ডলারের সাইবারস্ক্যাম ক্যান্সার

আপডেট সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে শত শত কোটি ডলারের সাইবারস্ক্যাম বা জালিয়াতির ‘ক্যান্সার’ ছড়িয়ে পড়ছে এমন এক সতর্কবার্তা উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিযান চালিয়ে সাইবার অপরাধীদের কার্যকলাপ নিয়ন্ত্রণে না আসায় শত কোটি ডলারের সাইবার জালিয়াতি কাণ্ডের পেছনে থাকা এশীয় বিভিন্ন অপরাধ সিন্ডিকেট দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা’সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ দমন অফিস বা ইউএনওডিসি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে অপরাধ নেটওয়ার্কের উদ্ভব হয়েছে, সেখানে হাজার হাজার কর্মীর বাস। যাদের অনেকে বিশ্বজুড়ে পাচার ও প্রতারণার শিকার হতে বাধ্য হয়েছেন। আর এটি একটি পরিশীলিত বৈশ্বিক কার্যক্রমে পরিণত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সরকার দমন-পীড়ন জোরদার করলেও এসব সিন্ডিকেট ওই অঞ্চলের ভেতরে এবং বাইরেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে সংস্থাটি বলেছে, এদের অপরিবর্তনীয় বিস্তার ঘটেছেৃ বিভিন্ন অপরাধী গোষ্ঠীকে প্রয়োজন অনুসারে বাছাই, পছন্দ ও অন্য কোথাও পাঠানোর জন্য স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

ইউএনওডিসি’র আঞ্চলিক বিশ্লেষক জন ওজসিক বলেছেন, এটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবল একটি অঞ্চলেই এর চিকিৎসা করছে। তবে এর শিকড় অনেক গভীরে, যা কখনই দেখা যায় না; কেবল জায়গা বদলায়।

ইউএনওডিসি বলছে, বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বড় আকারের শত শত জালিয়াতি কোম্পানি, যা থেকে বছরে শত শত কোটি ডলার মুনাফা করছে তারা। এসব সাইবারস্ক্যাম ঠেকাতে বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করার ও এসব চক্রের অর্থায়নে বাধা দেওয়ার জোরদার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।

ওজসিক বলেছেন, আঞ্চলিক সাইবার জালিয়াতি শিল্প… অন্যান্য আন্তর্জাতিক অপরাধকেও ছাড়িয়ে গেছে। কারণ এটি সহজেই বাড়তে পারে এবং সীমান্ত পেরিয়ে অবৈধ পণ্য পরিবহন বা পাচারের প্রয়োজন ছাড়াই অনলাইনে লাখ লাখ সম্ভাব্য ভুক্তভোগীর কাছে পৌঁছে যেতে পারে এরা।

২০২৩ সালে ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র একাই পাচঁশ ৬০ কোটি ডলারেরও বেশি ক্ষতির কথা বলেছে। যার মধ্যে রয়েছে ৪০ লাখ ডলারেরও বেশি ‘পিগ স্ক্যাম’ বা রোমান্স স্ক্যাম। এসব সাইবার জালিয়াতিকে তৈরিই করা হয়েছে বয়স্ক ও দুর্বল ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য।