ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

তৃতীয় মেয়াদে জিতলেন জাস্টিন ট্রুডো

  • আপডেট সময় : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পার্লামেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না তারা। এনিয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাচনে জিতলেন ট্রুডো। তবে সমালোচকরা বলছেন, এই নির্বাচন কেবল সময়ের অপচয়।
নির্ধারিত সময়ের দুই বছর আগে আগাম নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো। এজন্য ১৭০টি আসনের প্রয়োজন ছিলো তার। তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি। প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোরে মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে জাস্টিন ট্রুডো বলেন, ‘এখনও ভোট গণনা বাকি আছে কিন্তু আজ রাতে আমরা দেখতে পেয়েছি লাখ লাখ কানাডিয়ান নাগরিক একটি প্রগতিশীল পরিকল্পনা বেছে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আপনারা একটি সরকার নির্বাচিত করেছেন যারা আপনাদের জন্য লড়াই করবে আর আপনাদের সেবা দেবে।’
কানাডায় মহামারির চতুর্থ ঢেউয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন এটি। প্রায় ৬০ কোটি কানাডীয় ডলার খরচ হয়েছে এতে।

কাবুলে ডব্লিউএইচও প্রধান, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিসের সঙ্গে তালেবান নেতাদের এক বৈঠকের সময় এই আহ্বান জানানো হয়েছে। কাবুল সফরের সময় ডব্লিউএইচও প্রধান আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি স্বাস্থ্য খাত এবং অন্যান্য ক্ষেত্রে ত্রাণ সহায়তা না দেয়, তাহলে আফগানিস্তান মানবিক সংকটের মুখে পড়বে।’
বেশ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠানে আফগান সরকারের জব্দ হয়ে থাকা সম্পদ ছাড় করারও আহ্বান জানান আফগান প্রধানমন্ত্রী। ডব্লিউএইচও প্রতিনিধি দলকে তিনি বলেন, ‘চাপে সমস্যার সমাধান হবে না, আলোচনার মাধ্যমে তা হতে পারে। এখনও যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, সেগুলো প্রত্যাহার হওয়া উচিত।’
তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ডব্লিউএইচও প্রতিনিধি দলটি জানিয়েছে তারা আফগানিস্তানে মানবিক সংকট এড়ানোর চেষ্টা চালাবে তারা। এছাড়া সহায়তা বাড়ানোরও চেষ্টা করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

তৃতীয় মেয়াদে জিতলেন জাস্টিন ট্রুডো

আপডেট সময় : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পার্লামেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না তারা। এনিয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাচনে জিতলেন ট্রুডো। তবে সমালোচকরা বলছেন, এই নির্বাচন কেবল সময়ের অপচয়।
নির্ধারিত সময়ের দুই বছর আগে আগাম নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো। এজন্য ১৭০টি আসনের প্রয়োজন ছিলো তার। তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি। প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোরে মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে জাস্টিন ট্রুডো বলেন, ‘এখনও ভোট গণনা বাকি আছে কিন্তু আজ রাতে আমরা দেখতে পেয়েছি লাখ লাখ কানাডিয়ান নাগরিক একটি প্রগতিশীল পরিকল্পনা বেছে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আপনারা একটি সরকার নির্বাচিত করেছেন যারা আপনাদের জন্য লড়াই করবে আর আপনাদের সেবা দেবে।’
কানাডায় মহামারির চতুর্থ ঢেউয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন এটি। প্রায় ৬০ কোটি কানাডীয় ডলার খরচ হয়েছে এতে।

কাবুলে ডব্লিউএইচও প্রধান, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিসের সঙ্গে তালেবান নেতাদের এক বৈঠকের সময় এই আহ্বান জানানো হয়েছে। কাবুল সফরের সময় ডব্লিউএইচও প্রধান আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি স্বাস্থ্য খাত এবং অন্যান্য ক্ষেত্রে ত্রাণ সহায়তা না দেয়, তাহলে আফগানিস্তান মানবিক সংকটের মুখে পড়বে।’
বেশ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠানে আফগান সরকারের জব্দ হয়ে থাকা সম্পদ ছাড় করারও আহ্বান জানান আফগান প্রধানমন্ত্রী। ডব্লিউএইচও প্রতিনিধি দলকে তিনি বলেন, ‘চাপে সমস্যার সমাধান হবে না, আলোচনার মাধ্যমে তা হতে পারে। এখনও যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, সেগুলো প্রত্যাহার হওয়া উচিত।’
তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ডব্লিউএইচও প্রতিনিধি দলটি জানিয়েছে তারা আফগানিস্তানে মানবিক সংকট এড়ানোর চেষ্টা চালাবে তারা। এছাড়া সহায়তা বাড়ানোরও চেষ্টা করা হবে।