ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে খালার সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

আঃ জলিল মন্ডল, গাইবান্ধা: গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে ভাগ্নিনার প্রতারণার অভিযোগ তুলে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। রোববার বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম।
মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত তার ছোট ভাই শফিউল আজম পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা ওই দেশের নাগরিকত্বও গ্রহণ করেছেন। তিনি বলেন, এ অবস্থায় আমি ভূমিহীন হিসেবে জায়গাটি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করি। কিন্তু গত ১৬ এপ্রিল আমার ভাগ্নে মাহফুজার রহমান রাশেদ লিজের আবেদনের বিষয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর দিয়ে লিজ নেয়ার জন্য আমি যে আবেদন করেছিলাম, সেটি বাতিলের জন্য আরেকটি আবেদনপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেয় রাশেদ। তার বিরুদ্ধে অবৈধ সুদ ব্যবসার অভিযোগও রয়েছে। সে শহরের একজন কুখ্যাত দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার শ্বশুর শহর আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক রুবেল। তার প্রভাবেই সে অবাধে নানা অপকর্ম করত। ভুক্তভোগী মাসুদা বেগম ভাগ্নে রাশেদের এমন প্রতারণার জন্য প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করেন। তবে মাহফুজার রহমান রাশেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে খালার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আঃ জলিল মন্ডল, গাইবান্ধা: গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে ভাগ্নিনার প্রতারণার অভিযোগ তুলে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। রোববার বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম।
মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত তার ছোট ভাই শফিউল আজম পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা ওই দেশের নাগরিকত্বও গ্রহণ করেছেন। তিনি বলেন, এ অবস্থায় আমি ভূমিহীন হিসেবে জায়গাটি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করি। কিন্তু গত ১৬ এপ্রিল আমার ভাগ্নে মাহফুজার রহমান রাশেদ লিজের আবেদনের বিষয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর দিয়ে লিজ নেয়ার জন্য আমি যে আবেদন করেছিলাম, সেটি বাতিলের জন্য আরেকটি আবেদনপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেয় রাশেদ। তার বিরুদ্ধে অবৈধ সুদ ব্যবসার অভিযোগও রয়েছে। সে শহরের একজন কুখ্যাত দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার শ্বশুর শহর আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক রুবেল। তার প্রভাবেই সে অবাধে নানা অপকর্ম করত। ভুক্তভোগী মাসুদা বেগম ভাগ্নে রাশেদের এমন প্রতারণার জন্য প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করেন। তবে মাহফুজার রহমান রাশেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।