বিনোদন ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। এবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতীয় পুরোহিতদের দু’টি সংগঠন। উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং দ্য ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, উর্বশীর মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ড চার ধাম তীর্থ এবং ব্রহ্ম গোপাল তীর্থ উর্বশীর এই মন্তব্যের বিরুদ্ধে আলাদা করে স্মারকলিপি জমা দিয়ে এই দাবি জানিয়েছে ডিজিপি দীপম শেঠিকে। এই দুই সংগঠনের দাবি, উর্বশীর এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এবং ভক্তদের মনে ক্ষোভ তৈরি করেছে। উর্বশীর পাশাপাশি যে ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
উর্বশী মিথ্যা বিবৃতি দিয়েছেন বলেও দাবি করেছে এই সংগঠনগুলো। তাদের দাবি, অভিনেত্রীর মন্তব্য সনাতন ধর্ম এবং মা উর্বশী দেবীর ভক্তদের ভাবাবেগে আঘাত করেছে। স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মেছে এ নিয়ে। সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী দাবি করেছেন, উত্তরাখণ্ডে বদ্রীনাথ মন্দিরের কাছেই রয়েছে তার নামের একটি মন্দির। কেউ সেখানে গেলে তাদের এই মন্দিরে যাওয়ার দাবি জানান তিনি। শুধু তাই নয়, দক্ষিণেও এই নামে মন্দির হওয়া উচিত বলে জানিয়েছিলেন তিনি। যদিও উর্বশীর টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, অভিনেত্রী উত্তরাখণ্ডে তার নামে একটি মন্দির থাকার কথা বলেছিলেন। তিনি কখনও বলেননি ওই মন্দিরটির নাম উর্বশী রাউতেলা মন্দির। তার কথা ঠিকমতো শোনা হয়নি বলেও উষ্মা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সকলের মতামত দেওয়ার আগে ভিডিয়োটি ঠিক করে দেখার পরামর্শও দেওয়া হয়েছিল।