ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শানাকাকে উড়িয়ে আনলো গুজরাট

  • আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চলতি আইপিএলের বাকি অংশের জন্য দাসুন শানাকাকে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে গুজরাট টাইটানস। ইনজুরিতে পড়া গ্লেন ফিলিপসের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ২০২৩ সালের আসরেও গুজরাটের হয়ে খেলেছিলেন শানাকা। এবার তাকে দলে নেওয়া হয়েছে ৭৫ লাখ ভারতীয় রুপিতে।
গেল ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন ফিলিপস। পরে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন। এরপর নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে যান। শানাকা আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি মৌসুম খেলেছেন। যেখানে গুজরাটের হয়ে ৩টি ম্যাচ খেলেন।

এসব ম্যাচে মাত্র ২৬ রান করেন ডানহাতি অলরাউন্ডার এবং বল করার সুযোগই পাননি। গুজরাট এর আগে ৩ এপ্রিল কাগিসো রাবাদাকেও হারিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। কবে নাগাদ ভারতে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। তবে গুজরাট এখনো রাবাদার বদলি খেলোয়াড় ঘোষণা করেনি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে গুজরাট। রাউন্ড রবিন পর্বের অর্ধেকের কাছাকাছি সময়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে শুবমান গিলের দল। তাদের পরবর্তী ম্যাচ আগামীকাল শনিবার টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে : শামসুজ্জামান দুদু

শানাকাকে উড়িয়ে আনলো গুজরাট

আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: চলতি আইপিএলের বাকি অংশের জন্য দাসুন শানাকাকে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে গুজরাট টাইটানস। ইনজুরিতে পড়া গ্লেন ফিলিপসের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ২০২৩ সালের আসরেও গুজরাটের হয়ে খেলেছিলেন শানাকা। এবার তাকে দলে নেওয়া হয়েছে ৭৫ লাখ ভারতীয় রুপিতে।
গেল ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন ফিলিপস। পরে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন। এরপর নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে যান। শানাকা আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি মৌসুম খেলেছেন। যেখানে গুজরাটের হয়ে ৩টি ম্যাচ খেলেন।

এসব ম্যাচে মাত্র ২৬ রান করেন ডানহাতি অলরাউন্ডার এবং বল করার সুযোগই পাননি। গুজরাট এর আগে ৩ এপ্রিল কাগিসো রাবাদাকেও হারিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। কবে নাগাদ ভারতে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। তবে গুজরাট এখনো রাবাদার বদলি খেলোয়াড় ঘোষণা করেনি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে গুজরাট। রাউন্ড রবিন পর্বের অর্ধেকের কাছাকাছি সময়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে শুবমান গিলের দল। তাদের পরবর্তী ম্যাচ আগামীকাল শনিবার টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।