ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

সালমান খানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়া হুমকিদাতা আটক

  • আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বলিউড সুপার স্টার সালমান খানকে যে কোনো ধরনের হুমকি দেওয়া যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। লাগাতার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। এখানেই থামেননি হননি হুমকিদাতা। অভিনেতার আবাসনে হামলা চালাবেন— এমন বার্তাই দেন সোমবার মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তরে।

এমন হুমকি দেওয়ার পর থেকে পুলিশ খোঁজ শুরু করে। চব্বিশ ঘণ্টা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তিকে তারা আটক করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গুজরাটের বডোদরা থেকে বছর ২৬ বছরের এক যুবক হুমকির বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। হুমকি দাতার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এ বার্তা পাঠিয়েছিলেন যুবক। তাকে বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছিলেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমান খানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা! জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা বাড়ির কাজে সাহায্যকারীরাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন।

তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে যাচ্ছে- এখন এমনটা মনে করছেন কেউ কেউ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তাপ ও খরায় বিশ্বব্যাপী ফসল উৎপাদন কমছে

সালমান খানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়া হুমকিদাতা আটক

আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

বিনোদন প্রতিবেদক: বলিউড সুপার স্টার সালমান খানকে যে কোনো ধরনের হুমকি দেওয়া যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। লাগাতার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। এখানেই থামেননি হননি হুমকিদাতা। অভিনেতার আবাসনে হামলা চালাবেন— এমন বার্তাই দেন সোমবার মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তরে।

এমন হুমকি দেওয়ার পর থেকে পুলিশ খোঁজ শুরু করে। চব্বিশ ঘণ্টা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তিকে তারা আটক করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গুজরাটের বডোদরা থেকে বছর ২৬ বছরের এক যুবক হুমকির বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। হুমকি দাতার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এ বার্তা পাঠিয়েছিলেন যুবক। তাকে বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছিলেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমান খানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা! জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা বাড়ির কাজে সাহায্যকারীরাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন।

তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে যাচ্ছে- এখন এমনটা মনে করছেন কেউ কেউ।