ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

টানা ব্যর্থতা নিয়ে যে অভিযোগ চেন্নাই অধিনায়ক ধোনির

  • আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টানা পাঁচ ম্যাচে হারের পর অবশেষে জয়। চেনা ছন্দে ফিরলেন ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। একের পর এক ম্যাচে ভরাডুবির ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি অনেকটাই দায়ী করলেন চেন্নাইয়ের উইকেটকে। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানের মতো তিনিও উস্কে দিলেন ঘরের মাঠের সুবিধা না পাওয়ার বিতর্ক। ম্যাচের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরস্কার বিতরণী মঞ্চে আসেন ধোনি। সেখানে তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোয় বল করার সময় প্রথম ছ’ওভারে আমাদের ভুগতে হয়েছে। মাঝের ওভারগুলোয় আমরা হয়তো ভালো বল করেছি, কিন্তু আবার ব্যাট করার সময়েও আমরা ভালো শুরু করতে পারিনি।’ এরপরই চেন্নাই অধিনায়ক বলেন, ‘এটা হয়তো চেন্নাইয়ের উইকেটের জন্য। চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। আমরা বরং অ্যাওয়ে ম্যাচে ভালো খেলেছি। ভালো উইকেট পেলে আমরা হয়তো ভালো খেলব। ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে।’

কেন সোমবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হল, তার ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, ‘প্রথম ৬ ওভারে আমাদের আরও বেশি বোলার দরকার ছিল। আমরা অশ্বিনের ওপর বেশি চাপ দিয়ে ফেলছিলাম। প্রথম ৬ ওভারে ওকেই দুই ওভার করতে হচ্ছিল। মনে হচ্ছে এই বোলিং আক্রমণটা বেশি ভালো।’

ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে জানিয়ে ধোনি বলেন, ‘বোলিংয়ে আমরা ভালো করেছি। কিন্তু ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে।’ তবে ওপেনার শাইক রশিদের প্রশংসা করে ধোনি বলেন, ‘ও আজ সত্যি ভালো ব্যাট করেছে। গত কয়েক বছর ধরেই ও আমাদের সঙ্গে রয়েছে। ওর মধ্যে উন্নতির ছাপ দেখেছি। এই বছর নেটে ও খুবই ভালো ব্যাট করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে বদল করার দরকার ছিল। ও সফল হয়েছে। কিন্তু এটা সবে শুরু। বোলারদের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা ওর আছে। অন্যরা যারা শুধুই ব্যাট করতে হবে বলে নামে, ও তাদের মতো নয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টানা ব্যর্থতা নিয়ে যে অভিযোগ চেন্নাই অধিনায়ক ধোনির

আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: টানা পাঁচ ম্যাচে হারের পর অবশেষে জয়। চেনা ছন্দে ফিরলেন ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। একের পর এক ম্যাচে ভরাডুবির ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি অনেকটাই দায়ী করলেন চেন্নাইয়ের উইকেটকে। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানের মতো তিনিও উস্কে দিলেন ঘরের মাঠের সুবিধা না পাওয়ার বিতর্ক। ম্যাচের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরস্কার বিতরণী মঞ্চে আসেন ধোনি। সেখানে তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোয় বল করার সময় প্রথম ছ’ওভারে আমাদের ভুগতে হয়েছে। মাঝের ওভারগুলোয় আমরা হয়তো ভালো বল করেছি, কিন্তু আবার ব্যাট করার সময়েও আমরা ভালো শুরু করতে পারিনি।’ এরপরই চেন্নাই অধিনায়ক বলেন, ‘এটা হয়তো চেন্নাইয়ের উইকেটের জন্য। চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। আমরা বরং অ্যাওয়ে ম্যাচে ভালো খেলেছি। ভালো উইকেট পেলে আমরা হয়তো ভালো খেলব। ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে।’

কেন সোমবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হল, তার ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, ‘প্রথম ৬ ওভারে আমাদের আরও বেশি বোলার দরকার ছিল। আমরা অশ্বিনের ওপর বেশি চাপ দিয়ে ফেলছিলাম। প্রথম ৬ ওভারে ওকেই দুই ওভার করতে হচ্ছিল। মনে হচ্ছে এই বোলিং আক্রমণটা বেশি ভালো।’

ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে জানিয়ে ধোনি বলেন, ‘বোলিংয়ে আমরা ভালো করেছি। কিন্তু ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে।’ তবে ওপেনার শাইক রশিদের প্রশংসা করে ধোনি বলেন, ‘ও আজ সত্যি ভালো ব্যাট করেছে। গত কয়েক বছর ধরেই ও আমাদের সঙ্গে রয়েছে। ওর মধ্যে উন্নতির ছাপ দেখেছি। এই বছর নেটে ও খুবই ভালো ব্যাট করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে বদল করার দরকার ছিল। ও সফল হয়েছে। কিন্তু এটা সবে শুরু। বোলারদের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা ওর আছে। অন্যরা যারা শুধুই ব্যাট করতে হবে বলে নামে, ও তাদের মতো নয়।’