ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা আয়োজনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাংলা বর্ষবরণ

  • আপডেট সময় : ০৫:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সড়কে আল্পনা আঁকা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ তথা ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করলো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
১৩ এপ্রিল রাতভর শান্ত-মারিয়ামের শিক্ষার্থীরা বিভিন্ন রঙ্গিন আল্পনায় আবৃত করে গুলশান ২ ও ১নং চত্বরের সংযোগ সড়ক।
১৪ এপ্রিল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২। বড় মৈয়ূর, পুতুল ও বৈশাখের চিরাচরিত বিভিন্ন প্যাঁচা, ঈগল ও বাঘসহ রকমারি মোটিভের এই বর্ণিল শোভাযাত্রাটি প্রথমে উত্তরা ১৩নং সেক্টরে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত বৈশাখের ঐতিহ্যবাহী খই, মুড়ি, বাতাসা ও বাহারি বিভিন্ন মৌসুমি ফল ও শরবতের আপ্পায়ন পর্বে অংশ নিয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান ডা. আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাস মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও একাডেমির শিক্ষার্থীরা। এরপর বাংলা নববর্ষ ও হালখাতাসহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।
ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা আয়োজনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাংলা বর্ষবরণ

আপডেট সময় : ০৫:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সড়কে আল্পনা আঁকা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ তথা ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করলো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
১৩ এপ্রিল রাতভর শান্ত-মারিয়ামের শিক্ষার্থীরা বিভিন্ন রঙ্গিন আল্পনায় আবৃত করে গুলশান ২ ও ১নং চত্বরের সংযোগ সড়ক।
১৪ এপ্রিল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২। বড় মৈয়ূর, পুতুল ও বৈশাখের চিরাচরিত বিভিন্ন প্যাঁচা, ঈগল ও বাঘসহ রকমারি মোটিভের এই বর্ণিল শোভাযাত্রাটি প্রথমে উত্তরা ১৩নং সেক্টরে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত বৈশাখের ঐতিহ্যবাহী খই, মুড়ি, বাতাসা ও বাহারি বিভিন্ন মৌসুমি ফল ও শরবতের আপ্পায়ন পর্বে অংশ নিয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান ডা. আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাস মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও একাডেমির শিক্ষার্থীরা। এরপর বাংলা নববর্ষ ও হালখাতাসহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।