ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

বল বিকৃত করায় ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারের শাস্তি

  • আপডেট সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বল বিকৃত করায় শাস্তি পেয়েছেন ভিরাসামি পেরমল ও কেভলন অ্যান্ডারসন। গায়ানা হার্পি ইগলসের এই দুই ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে গত বুধবার শুরু হওয়া ম্যাচে ঘটে এই কাণ্ড। চার দিনের ম্যাচের প্রথম দিনই বল বিকৃত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির লেভেল-২ ধারা ভাঙেন পেরমল। যে অপরাধে বাঁহাতি এই স্পিনারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়। একই কাজ ম্যাচের তৃতীয় দিন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দ্বিতীয় ইনিংসের সময় করেন অ্যান্ডারসন। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে করা হয় ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা।

সিডব্লিউআই বিবৃতিতে জানিয়েছে, দুজনই ভুল স্বীকার করে ম্যাচ রেফারি মাইকেল রাঘুনাথের দেওয়া শাস্তি মেনে নেন। ক্যারিবিয়ান বোর্ড আরও জানায়, উভয় ঘটনায়ই বল পরিবর্তন করা হয় এবং ব্যাটিং দলকে বল নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। ওই ম্যাচে আচরণবিধি ভাঙেন গায়ানার আরেক ক্রিকেটার রোনালদো আলিমোহামেদ। ‘বল (কিংবা ক্রিকেট সরঞ্জামের অন্য যেকোনো কিছু যেমন, পানির বোতল) অনুপযুক্ত অথবা বিপজ্জনকভাবে খেলোয়াড় বা কর্মকর্তার দিকে নিক্ষেপ’ করার দায়ে এই পেস বোলিং অলরাউন্ডারকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়। শুরুতে তাকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়। কিন্তু তার ওপর আনা অভিযোগ অস্বীকার করেন আলিমোহামেদ। প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি রাঘুনাথের সঙ্গে শুনানির পর এই ক্রিকেটারের জরিমানা আরও বেড়ে যায়। শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে কেবল পেরমল আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। তিন সংস্করণ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বল বিকৃত করায় ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারের শাস্তি

আপডেট সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বল বিকৃত করায় শাস্তি পেয়েছেন ভিরাসামি পেরমল ও কেভলন অ্যান্ডারসন। গায়ানা হার্পি ইগলসের এই দুই ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে গত বুধবার শুরু হওয়া ম্যাচে ঘটে এই কাণ্ড। চার দিনের ম্যাচের প্রথম দিনই বল বিকৃত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির লেভেল-২ ধারা ভাঙেন পেরমল। যে অপরাধে বাঁহাতি এই স্পিনারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়। একই কাজ ম্যাচের তৃতীয় দিন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দ্বিতীয় ইনিংসের সময় করেন অ্যান্ডারসন। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে করা হয় ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা।

সিডব্লিউআই বিবৃতিতে জানিয়েছে, দুজনই ভুল স্বীকার করে ম্যাচ রেফারি মাইকেল রাঘুনাথের দেওয়া শাস্তি মেনে নেন। ক্যারিবিয়ান বোর্ড আরও জানায়, উভয় ঘটনায়ই বল পরিবর্তন করা হয় এবং ব্যাটিং দলকে বল নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। ওই ম্যাচে আচরণবিধি ভাঙেন গায়ানার আরেক ক্রিকেটার রোনালদো আলিমোহামেদ। ‘বল (কিংবা ক্রিকেট সরঞ্জামের অন্য যেকোনো কিছু যেমন, পানির বোতল) অনুপযুক্ত অথবা বিপজ্জনকভাবে খেলোয়াড় বা কর্মকর্তার দিকে নিক্ষেপ’ করার দায়ে এই পেস বোলিং অলরাউন্ডারকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়। শুরুতে তাকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়। কিন্তু তার ওপর আনা অভিযোগ অস্বীকার করেন আলিমোহামেদ। প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি রাঘুনাথের সঙ্গে শুনানির পর এই ক্রিকেটারের জরিমানা আরও বেড়ে যায়। শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে কেবল পেরমল আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। তিন সংস্করণ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন তিনি।