ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

প্রিমিয়ার লিগে আর্সেনালের টানা দ্বিতীয় ড্র

  • আপডেট সময় : ০৬:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: রেয়াল মাদ্রিদ ম্যাচের মোমেন্টাম ইংলিশ প্রিমিয়ার লিগে আনতে চেয়েছিলেন মিকেল আর্তেতা। কিন্তু কোচের চাওয়া পূরণ করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। বিবর্ণ ফুটবলে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ড্র করল দলটি। প্রিমিয়ার লিগে শনিবার ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাড়ম্যাড়ে লড়াইটি। দ্বিতীয়ার্ধে টমাস পার্টি আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্রেন্টফোর্ডকে সমতায় ফিরিয়েছেন ইওয়ান ভিসা। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করল আর্সেনাল।

গত সপ্তাহে এভারটনের বিপক্ষে তাদের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ বেশি গুরুত্ব পাচ্ছে আর্তেতার কাছে। তাই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে একাদশে রাখেননি তিনি। তাদের অনুপস্থিতিতে খেলায় ছিল না চেনা ধার। পরে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি বুকায়ো সাকা, মার্টিন ওদেগোররা। ইউরোপ সেরার মঞ্চে সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা আর্সেনালের সামনে। ঘরের মাঠে গত সপ্তাহে রেয়ালের বিপক্ষে ৩-০ গোলের জয়ে অনেকটাই এগিয়ে আছে তারা। এবার তাদের সামনে সান্তিয়াগো বের্নাবেউয়ের অগ্নিপরীক্ষা। তার আগে লিগ ম্যাচ খুব একটা ভালো কাটল না ডেক্লান রাইস, দাভিদ রায়াদের।

ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে প্রথম সুযোগ পায় ব্রেন্টফোর্ড। ২২তম মিনিটে ক্রিস্তোফের আইয়েরের শট ফেরান আর্সেনাল গোলরক্ষক রায়া। চার মিনিট পর চমৎকার হেডে জাল খুঁজে নেন কিয়েরান টিয়ের্নি। তবে আর্সেনালের এই স্কটিশ ডিফেন্ডার নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩৫তম মিনিটে চমৎকার স্লাইডে গাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড ডিফেন্ডার আইয়ের। ছয় মিনিট পর রাইসের চেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক মার্ক ফ্লেকেন। ৪৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লেয়ান্ড্রো ট্রসাডের গতিময় শট ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক। বল দখলে অনেক এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে ভুগছিল আর্সেনাল। মাঠে নামার জন্য তৈরি হচ্ছিলেন ওদেগোর, সাকা, মাইলস লুইস-স্কেলিরা। এমন সময়ে চমৎকার ফিনিশিংয়ে আর্সেনালকে এগিয়ে নেন টমাস পার্টি। যে গোলে দারুণ অবদান রাইসের। গোলরক্ষক রায়ার কাছ থেকে নিজেদের ডি-বক্সের কাছাকাছি বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান রাইস। ব্রেন্টফোর্ডের ডি-বক্সে তিনি খুঁজে নেন অরক্ষিত পার্টিকে। জোরাল শটে বাকিটা সারেন ঘানার মিডফিল্ডার।

এরপর মাঠে নামেন ওদেগোর, সাকা, লুইস-স্কেলিরা। তাতে অবশ্য বাড়েনি আর্সেনালের আক্রমণের ধার। উল্টো ৭৪তম মিনিটে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। ন্যাথান কলিন্সের ফ্লিকে বল পেয়ে দারুণ দক্ষতায় ৩৬০ ডিগ্রি ঘুরে জাল খুঁজে নেন ইওয়ান ভিসা। তিন মিনিট পর গোলরক্ষকের মারাত্মক ভুলে ফাঁকা জাল পেয়ে যান সাকা। কিন্তু ব্রেন্টফোর্ড ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে শটই নিতে পারেননি তিনি। নষ্ট হয় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। হেড করার চেষ্টায় প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে ৮৬তম মিনিটে মাঠ ছাড়েন জর্জিনিয়ো। আগেই পাঁচ বদলি ব্যবহার করায় কাউকে নামাতে পারেননি আর্তেতা। বাকি সময়টুকু ১০ জন নিয়েই খেলে আর্সেনাল। ৩২ ম্যাচে ১৭ জয় ও ১২ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। শিরোপা লড়াইয়ের নিকটতম দল পয়েন্ট হারানোয় শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল আর্না স্লটের দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রিমিয়ার লিগে আর্সেনালের টানা দ্বিতীয় ড্র

আপডেট সময় : ০৬:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: রেয়াল মাদ্রিদ ম্যাচের মোমেন্টাম ইংলিশ প্রিমিয়ার লিগে আনতে চেয়েছিলেন মিকেল আর্তেতা। কিন্তু কোচের চাওয়া পূরণ করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। বিবর্ণ ফুটবলে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ড্র করল দলটি। প্রিমিয়ার লিগে শনিবার ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাড়ম্যাড়ে লড়াইটি। দ্বিতীয়ার্ধে টমাস পার্টি আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্রেন্টফোর্ডকে সমতায় ফিরিয়েছেন ইওয়ান ভিসা। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করল আর্সেনাল।

গত সপ্তাহে এভারটনের বিপক্ষে তাদের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ বেশি গুরুত্ব পাচ্ছে আর্তেতার কাছে। তাই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে একাদশে রাখেননি তিনি। তাদের অনুপস্থিতিতে খেলায় ছিল না চেনা ধার। পরে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি বুকায়ো সাকা, মার্টিন ওদেগোররা। ইউরোপ সেরার মঞ্চে সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা আর্সেনালের সামনে। ঘরের মাঠে গত সপ্তাহে রেয়ালের বিপক্ষে ৩-০ গোলের জয়ে অনেকটাই এগিয়ে আছে তারা। এবার তাদের সামনে সান্তিয়াগো বের্নাবেউয়ের অগ্নিপরীক্ষা। তার আগে লিগ ম্যাচ খুব একটা ভালো কাটল না ডেক্লান রাইস, দাভিদ রায়াদের।

ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে প্রথম সুযোগ পায় ব্রেন্টফোর্ড। ২২তম মিনিটে ক্রিস্তোফের আইয়েরের শট ফেরান আর্সেনাল গোলরক্ষক রায়া। চার মিনিট পর চমৎকার হেডে জাল খুঁজে নেন কিয়েরান টিয়ের্নি। তবে আর্সেনালের এই স্কটিশ ডিফেন্ডার নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩৫তম মিনিটে চমৎকার স্লাইডে গাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড ডিফেন্ডার আইয়ের। ছয় মিনিট পর রাইসের চেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক মার্ক ফ্লেকেন। ৪৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লেয়ান্ড্রো ট্রসাডের গতিময় শট ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক। বল দখলে অনেক এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে ভুগছিল আর্সেনাল। মাঠে নামার জন্য তৈরি হচ্ছিলেন ওদেগোর, সাকা, মাইলস লুইস-স্কেলিরা। এমন সময়ে চমৎকার ফিনিশিংয়ে আর্সেনালকে এগিয়ে নেন টমাস পার্টি। যে গোলে দারুণ অবদান রাইসের। গোলরক্ষক রায়ার কাছ থেকে নিজেদের ডি-বক্সের কাছাকাছি বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান রাইস। ব্রেন্টফোর্ডের ডি-বক্সে তিনি খুঁজে নেন অরক্ষিত পার্টিকে। জোরাল শটে বাকিটা সারেন ঘানার মিডফিল্ডার।

এরপর মাঠে নামেন ওদেগোর, সাকা, লুইস-স্কেলিরা। তাতে অবশ্য বাড়েনি আর্সেনালের আক্রমণের ধার। উল্টো ৭৪তম মিনিটে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। ন্যাথান কলিন্সের ফ্লিকে বল পেয়ে দারুণ দক্ষতায় ৩৬০ ডিগ্রি ঘুরে জাল খুঁজে নেন ইওয়ান ভিসা। তিন মিনিট পর গোলরক্ষকের মারাত্মক ভুলে ফাঁকা জাল পেয়ে যান সাকা। কিন্তু ব্রেন্টফোর্ড ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে শটই নিতে পারেননি তিনি। নষ্ট হয় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। হেড করার চেষ্টায় প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে ৮৬তম মিনিটে মাঠ ছাড়েন জর্জিনিয়ো। আগেই পাঁচ বদলি ব্যবহার করায় কাউকে নামাতে পারেননি আর্তেতা। বাকি সময়টুকু ১০ জন নিয়েই খেলে আর্সেনাল। ৩২ ম্যাচে ১৭ জয় ও ১২ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। শিরোপা লড়াইয়ের নিকটতম দল পয়েন্ট হারানোয় শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল আর্না স্লটের দল।